DA নিয়ে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে ফের নবান্ন অভিযান! বড় ঘোষণা কর্মীদের

WB Government Employees

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর শুরু হলেও এখনও সরকারি কর্মীদের (WB Government Employees) বকেয়া ডিএ এর জট কিছুতেই কাটছে না। দীর্ঘ বছরের এই মামলার জল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেলেও সরকার এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না, এদিকে প্রশ্নের মুখে পড়েছে হাজার হাজার পরিবারের জীবিকা, চাকরির স্থায়িত্ব, আর্থিক মর্যাদা এবং ভবিষ্যৎ নিরাপত্তা। এমতাবস্থায় নিজেদের দাবি আদায়ে ফের সরব সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যপালকে চিঠি দিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহেই ব্যক্তিগত সাক্ষাতের সময় চেয়েছেন তাঁরা। পাশাপাশি নবান্ন অভিযানের ডাকও দেওয়া হয়েছে।

রাজ্যপালের হস্তক্ষেপের দাবি কর্মীদের

রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ দিন দিন যেন বেড়েই চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন যে, স্থায়ী কর্মচারী এবং পেনশনারদের এখনও প্রায় ৪০ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে এই বকেয়ার পরিমাণও আরও ভারী হচ্ছে। অন্যদিকে, মোদী সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম পে কমিশন গঠনের ইঙ্গিত দিয়েছে। শুধু তাই নয় অসম সরকারও তাদের সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ওপর ফের চাপ সৃষ্টি করতে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যপালের কাছে হস্তক্ষেপ দাবি করেছে।

আরও পড়ুনঃ সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভরসা পোস্ট অফিসের এই ৩ স্কিম

৫ দফা দাবি নিয়ে রাজ্যপালকে চিঠি

জানা গিয়েছে, সরকারী কর্মী ও শিক্ষক-স্বার্থ সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর এই দাবিগুলি হল, সপ্তম বেতন কমিশন নির্দিষ্ট সময়সীমা বেঁধে অবিলম্বে গঠন করতে হবে নইলে রাজ্যের কর্মী ও শিক্ষকরা সংশোধিত বেতন থেকে বঞ্চিত হবেন। ষষ্ঠ বেতন কমিশনের পার্ট–টু এখনও কার্যকর হয়নি, সেই দিকে নজর দিতে হবে। তৃতীয়, দীর্ঘদিন ধরে কাজ করা চুক্তিভিত্তিক ও পার্ট-টাইম কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষার জন্য নিয়মিতকরণ করতে হবে। চতুর্থ দাবি হল শীঘ্রই AICPI সূচক মেনে বকেয়া ডিএ দ্রুত মেটাতে হবে, যাতে কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে আর্থিক সমতা বজায় থাকে এবং সর্বশেষ অর্থাৎ পঞ্চম দাবি হল সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রায় ছয় লক্ষ শূন্যপদ ফাঁকা রয়েছে। দ্রুত, স্বচ্ছ নিয়োগ করার দাবি উঠেছে।

আরও পড়ুন: শীত একটু কমলেও দক্ষিণবঙ্গের ফের কনকনে ঠান্ডা, কবে থেকে? আবহাওয়ার খবর

নবান্ন অভিযানের হুঁশিয়ারি প্রশাসনকে

রাজভবনে চিঠি দেওয়ার ব্যাপারে সংগঠনের বিশ্বাস, রাজ্যপালের সক্রিয় হস্তক্ষেপ ও দিকনির্দেশেই দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে পারে। এছাড়াও চলতি মাসের প্রথম সপ্তাহেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের সময় চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত বকেয়া এবং দাবি মিটিয়ে ফেলার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ভাস্কর ঘোষ জানিয়েছেন, সরকার যদি আগামী ২৭ জানুয়ারির পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে ফেব্রুয়ারিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে। সেই সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Comment