বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সরকারের অর্থ আইন 2025 এর অধীনে অবসরপ্রাপ্ত কর্মীরা DA বৃদ্ধি এবং বেতন কমিশনের যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত হবেন (8th Pay Commission)! সম্প্রতি এমন খবরই ছড়িয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। যা নিয়ে বেশ চিন্তিত ছিলেন পেনশনভোগীরা। এবার সেই তথ্যেরই সত্যতা উন্মোচন করল কেন্দ্রীয় সরকারি এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ডিপার্টমেন্ট।
হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে এক আতঙ্কের খবর
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছিল একটি পোস্ট। যেখানে দাবি করা হচ্ছিল, কেন্দ্রীয় সরকার অর্থ আইন 2025 এর অধীনে অবসরপ্রাপ্ত কর্মীদের DA বৃদ্ধি এবং বেতন কমিশনের সংশোধনের মতো অবসর গ্রহণের পরবর্তী সুবিধা গুলি থেকে বঞ্চিত রাখবে। এক কথায়, এই আইনের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা DA বৃদ্ধি বা পে কমিশনের অন্যান্য সুবিধা গুলি আর পাবেন না!
তাছাড়াও ওই পোস্টে এও দাবি করা হয়, ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়, ব্যয় বিভাগ, ধর্মীয় প্রশিক্ষণ বিভাগ, আইন বিষয়ক বিভাগ, আইনসভা এমনকি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সাথে পরামর্শের পরই নাকি পেনশন ও পেনশনভোগীদের কল্যাণবিভাগ CCS বিধি 201 এর নিয়ম অনুযায়ী 37 (29) C এ একটি সংশোধনী নিয়ে এসেছে। ছড়ানো সেই পোস্ট নিয়েই এবার কাটাছেঁড়া করল প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB।
অবশ্যই পড়ুন: ইরানের ১১ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল ইস্টবেঙ্গল
সত্যিই কি বঞ্চিত হবেন অবসরপ্রাপ্তরা?
মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের DA বৃদ্ধি সহ বেতন পে কমিশনের অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে যে পোস্টটি একে অপরের মধ্যে আদান প্রদান করছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার তারই সত্যতা প্রকাশ করল প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ। PIB এর তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পষ্ট জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বার্তা দ্রুত ভাইরাল হচ্ছে। যেখানে লেখা রয়েছে, 2025 সালের অর্থ আইনের অধীনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য DA বৃদ্ধি এবং বেতন কমিশনের সংশোধনের মতো অবসর পরবর্তী সুবিধা গুলি প্রত্যাহার করা হচ্ছে। এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। কোনও সরকারি আইনে এমন বক্তব্যের উল্লেখ নেই।’
প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম সোশ্যাল মিডিয়ায় একেবারে CCS বিধি 2021 এর 37 নম্বর নিয়ম উল্লেখ করে জানিয়েছে, এই বিশেষ সংশোধনী বিধি অনুযায়ী, যদি কোনও অবসরপ্রাপ্ত PSU কর্মচারীকে তার অসদাচরণ বা খারাপ আচরণের জন্য কাজ থেকে বরখাস্ত করা হয়ে থাকে তবেই শুধুমাত্র তাঁর অবসরপরবর্তী যাবতীয় সুবিধা বাতিল হবে অন্যথায় নয়।
🚨 Will retired Govt employees stop getting DA hikes & Pay Commission benefits under the Finance Act 2025⁉️
A message circulating on #WhatsApp claims that the Central Government has withdrawn post-retirement benefits like DA hikes and Pay Commission revisions for retired… pic.twitter.com/E2mCRMPObO
— PIB Fact Check (@PIBFactCheck) November 13, 2025