DA মামলায় চুপিসারে বিরাট চাল পশ্চিমবঙ্গ সরকারের! অবাক কর্মীরা

da case bengal (1)

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলায় (Bengal DA Case)  চুপিসারে বিরাট চাল চালল পশ্চিমবঙ্গ সরকার। মামলাকারীদের কোনওরকম কিছু না জানিয়েই মহার্ঘ্য ভাতা মামলায় একটি রিটেন সাবমিশন দায়ের করা হল সুপ্রিম কোর্টে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। অবশেষে এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

সরকারের নতুন চালে বিদ্ধ কর্মীরা?

মলয় মুখোপাধ্যায় ফেসবুকে দাবি করেছেন, ‘সকলের সরকার এক জুনিয়র আইনজীবীর মাধ্যমে আবারও একটি রিটেন সাবমিশন পেশ করেছে। আমাদের এখনও কপি দেয়নি। আশা করছি, সর্বোচ্চ আদালত এই নয়া সাবমিশন গ্রহণ করবে না।’ গত সোমবার অর্থাৎ ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি থাকলেও হয়নি। এর আগে গত ১২ আগস্ট এবং ২৬ আগস্টেও মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। যার ফলে স্বাভাবিকভাবেই মন ভাঙে সকল কর্মীর। কবে এই মামলার নিষ্পত্তি ঘটবে? উত্তর জানা নেই কারোর। এসবের মাঝেই রাজ্য সরকারের নয়া চালে বিদ্ধ হলেন সরকারি কর্মীরা। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা ঘটবে বলে।

সকল কর্মীরা আশাবাদী ছিলেন যে ১ সেপ্টেম্বরই হয়তো এই মামলার চূড়ান্ত শুনানি হবে। তবে সে গুড়ে বালি। কনফেডারেশনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিলেন যে, সেদিন আরও গুরুত্বপূর্ণ মামলা আছে। সেই পরিস্থিতিতে ডিএ মামলার শুনানি পিছিয়ে আগামী ৮ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার করে দেওয়া হয়েছে। তবে এখনও কিন্তু আশা ছাড়েননি সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা। তাঁরা আশাবাদী, আগামী শুনানিতেই হয়তো বিচারপতিরা চূড়ান্ত ফয়সলা শুনিয়ে দেবেন।

ডিএ বৃদ্ধি করবে সরকার?

এদিকে ডিএ নিয়ে মামলার মাঝেই নবান্নের তরফে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর নাকি প্ল্যান করছে। যদিও এই বিষয়ে সরকারের ঘর থেকে কিছু চূড়ান্ত ঘোষণা করা হয়নি। তবে সরকার যদি উৎসবের আবহে ডিএ বৃদ্ধি করে তাহলে তা বিরাট মাস্টারস্ট্রোক হবে সেটা বলাই বাহুল্য।

Leave a Comment