সহেলি মিত্র, কলকাতা: সামনেই রয়েছে দুর্গাপুজো। আবার কয়েকদিনের মধ্যেই বাংলার পঞ্চম বেতন পে কমিশনের আওতায় ডিএ (DA) মামলার চূড়ান্ত রায়দান রয়েছে। এই মহার্ঘ্য ভাতা মামলায় সরকার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যাইহোক, এসবের মাঝেই সরকারি কর্মীদের বিরাট সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের ‘হোম ট্র্যাভেল কনসেশন’ এবং ‘লিভ ট্র্যাভেল কনসেশন’-র মেয়াদ বাড়ানো হল।
বড় সিদ্ধান্ত সরকারের
এই দুই সুবিধার মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে সরকার। অর্থ বিভাগ একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যাতে বলা হয়েছে যে উভয় প্রকল্পের বর্তমান সময়কাল এখন এক বছর বাড়ানো হবে। বিদ্যমান নিয়ম অনুসারে, সরকারি কর্মচারীরা বাংলার যেকোনো স্থানে ভ্রমণের জন্য প্রতি পাঁচ বছরে একবার একটি HTC এবং ভারতের ভেতরে বা নির্দিষ্ট প্রতিবেশী দেশগুলিতে যেকোনো স্থানে ভ্রমণের জন্য প্রতি দশ বছরে একবার একটি LTC পাওয়ার অধিকারি। সরকারের নজরে এসেছে যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মচারী বর্তমান ব্লক সময়ের মধ্যে LTC/HTC সুবিধাটি গ্রহণ করতে সক্ষম হননি বা গ্রহণ করতে অক্ষম।
এই সমস্যা সমাধানের জন্য, রাজ্য কর্মচারীরা এখন পরবর্তী ব্লকের প্রথম বছরের মধ্যে, অর্থাৎ এক বছরের বর্ধিত সময়ের মধ্যে এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন। রাজ্য অর্থ বিভাগের একটি বিজ্ঞপ্তি অনুসারে, LTC এবং HTC উভয়ের জন্য বর্তমান ব্লক পিরিয়ড, যা ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে শেষ হওয়ার কথা, তা ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উপকৃত হবেন কর্মীরা
সরকার স্পষ্ট করে জানিয়েছে যে বর্তমান ব্লক পিরিয়ড এক বছর বাড়ানো হল এককালীন ছাড় যা সেইসব কর্মচারীদের জন্য দেওয়া হবে যারা এই সময়ের মধ্যে সুবিধাটি পেতে পারেননি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, LTC এবং HTC উভয়ের জন্য পরবর্তী নিয়মিত ব্লক পিরিয়ড ১ নভেম্বর, ২০২৫ থেকে যথারীতি শুরু হবে, উপরোক্ত বর্ধিত সময়সীমা সত্ত্বেও।
রাজ্য সরকার জোর দিয়ে বলেছে যে বর্ধিত সময়কাল ছাড়াও, LTC এবং HTC ব্যবহারের জন্য অন্যান্য সমস্ত নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিশিষ্ট মহলের মতে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ডিএ নিয়ে এমনিতেই রাজ্য সরকারি কর্মচারীদের রোষের মুখে পড়েছে নবান্ন। সেই আবহে এটিসি এবং এইচটিসির মাধ্যমে নবান্ন সরকারি কর্মচারীদের কিছুটা টানার চেষ্টা করল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।