সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুদিন, ব্যস তারপরেই বাংলার ডিএ (DA) নিয়ে দীর্ঘ নাটকের অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীরা আশাবাদী, সেপ্টেম্বর মাসে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা মহার্ঘ্য ভাতা নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্টে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপুজোর আগে মামলার শুনানি হতে পারে। তবে এসবের মাঝে ডিএ নিয়ে আরো এক বড় আপডেট সামনে উঠে এল। এই মামলায় নাকি আংশিক ‘জয়’ হল সরকারি কর্মীদের। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? সেটা জেনে নেবেন বিশদে।
DA মামলায় আংশিক ‘জয়’ হল সরকারি কর্মীদের!
বাংলা সরকারি কর্মীরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন যে ১১ সেপ্টেম্বরের। এদিন শুনানি হলেও হতে পারে। তবে এসবের মাঝেই নতুন করে মহার্ঘ্য ভাতা মামলায় এসে গেল সুখবর যা মন ভালো করে দিয়েছে দীর্ঘ অপেক্ষা করা সরকারি কর্মীদের। যে খবর সামনে উঠে আসছে সেটা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর নয় ১ সেপ্টেম্বর ডিএ মামলা উঠতে পারে শীর্ষ আদালতে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে দরপতন সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের প্রদত্ত তথ্য অনুযায়ী, আগামী সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠতে পারে। তবে এখনও চূড়ান্ত কজলিস্ট প্রকাশ করা হয়নি। আজ শুক্রবার রাতের দিকে সেই কজলিস্ট প্রকাশিত হতে পারে।
খুশি সরকারি কর্মীরা
আসলে এর আগে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ মামলার সম্ভাব্য তারিখ হিসেবে ১১ সেপ্টেম্বর দেওয়া হয়েছিল। সেটা এবার এক লাফে ১ সেপ্টেম্বর অবধি এগিয়ে আসায় বিরাট জয় হিসেবে দেখছেন সকলে। মুখে হাসি ফুটেছে অনেকের। দাবি করা হচ্ছে, এবার চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে। সুপ্রিম কোর্টের বিচারপতি কারোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চেই ডিএ মামলার পরবর্তী শুনানি হবে।
রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, ‘গত ২৬ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বলেছিলেন যে খুব অল্প সময়ের মধ্যে বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের সঙ্গে ডিএ মামলা শুনবেন। সেই বার্তাই আমরা পেলাম।’