প্রীতি পোদ্দার, কলকাতা: ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে করে বঙ্গের হাওয়া বেশ গরম। মুখ্যমন্ত্রীর সিংহাসন কীভাবে দখল করা যায় তার জন্য নানা পরিকল্পনা করছে বিজেপি। কম যাচ্ছে না শাসকদল। তাইতো রাজ্যজুড়ে মাসব্যাপী কর্মসূচি করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ, মঙ্গলবার বীরভূমে সভা-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু সেই কর্মসূচিতে ঘটল আরেক ঘটনা। চপার সংক্রান্ত সমস্যার মধ্যেই কর্মসূচিতে অনেকটাই রদবদল হল।
হেলিকপ্টার ওড়ার অনুমতি পায়নি অভিষেক
রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর, আলিপুরদুয়ারের পর আজ অর্থাৎ মঙ্গলবার, বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বেলা ১২ টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারে বীরভূম উড়ে যাওয়ার কথা ছিল অভিষেকের। ১২ টা বেজে ৫৩ মিনিটে তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে তাঁর চপারের অবতরণের কথা ছিল। তারাপীঠে পুজো দিয়ে দুপুর দেড়টায় রামপুরহাটের বিনোদপুর মাঠের রণসংকল্প সভায় পৌঁছে যাওয়ার কথা ছিল তাঁর। আজই আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা সোনালি বিবিকেও দেখতে যাওয়ার কথা ছিল রামপুরহাট হাসপাতালে। সেই হিসেবে বেলা ১ টায় শুরু হয়ে যায় অনুষ্ঠানও। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। কিছুক্ষণ পরই জানা যায়, ওড়ার অনুমতি পায়নি অভিষেকের হেলিকপ্টার। আর তাতেই মাথায় হাত সকলের।
পরিকল্পনা পরিবর্তন অভিষেকের
জনসভায় একদিকে আমজনতা অপেক্ষা করছে অভিষেকের জন্য, এদিকে শাসকদলের তরফেও বাড়ছে চিন্তা। শেষপর্যন্ত অভিষেকের হেলিকপ্টার ওড়ার না মেলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারে চেপে রামপুরহাট রওনা দেন তিনি। তার পরেই কর্মসূচির পরিকল্পনা নিমেষেই পাল্টে যায়। জানা গিয়েছে, আগে বীরভূমে পৌঁছে প্রথমে সভা করবেন। কারণ, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে আমজনতা। তারপর হাসপাতালে গিয়ে দেখা করবেন সোনালি বিবির সঙ্গে। শেষে বিকেলের পর তারাপীঠে পুজো দেবেন সাংসদ। এদিকে DGCA-র অনুমতি না দেওয়া নিয়ে কটাক্ষ করল তৃণমূল। গোটা ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জোড়ফুল।
Kolkata, West Bengal: TMC MP Abhishek Banerjee boards his helicopter and departs for Birbhum. TMC claims that the Directorate General of Civil Aviation (DGCA) did not grant clearance for his chopper pic.twitter.com/kdee5NBPrQ
— IANS (@ians_india) January 6, 2026
আরও পড়ুন: ট্রেনের বেডশিট নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন বিজেপি নেতা! ধরা পড়তেই তুমুল শোরগোল, কটাক্ষ TMC-র
প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও হেলিকপ্টার নিয়ে একই সমস্যা দেখা গিয়েছিল। তৃণমূল জানিয়েছে, আজ যেই হেলিকপ্টারে চেপে উড়ে গিয়েছেন অভিষেক, সেটি একদিনের জন্য ভাড়া নিয়েছেন হেমন্ত সোরেনের কাছ থেকে। তবে অভিযোগ নিয়ে DGCA-র তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রশাসনিক কারণেই অনুমতি পাওয়া যায়নি। এদিকে তৃণমূল, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “অভিষেকের মতো ব্যক্তির সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া উচিত। DGCA সেটাই করছে।”