Facebook থেকে আয় করতে পারবেন মোটা টাকা, জেনে নিন পদ্ধতি

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে, সোশ্যাল মিডিয়া সকলের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে একদিকে যেমন বিনোদনের মজা ভরপুর উপভোগ করা যায় ঠিক তেমনই আবার অনেক টাকাও উপার্জন করা যায়। না না মজা নয়, এটাই সত্যি। আরও এই বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম হল Facebook।

এই যুগে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ উপার্জনের মূল চাবিকাঠি হল ফেসবুক। কিন্তু জানেন কি ফেসবুকে কতজন ফলোয়ার থাকলে এই সুবিধা মিলবে? কীভাবেই বা মনিটাইজেশন করবেন?

মনিটাইজেশন কী?

আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া উপার্জনের এক অন্যতম রাস্তা খুলে দিয়েছে। Facebook-এর মূল কোম্পানি Meta সেই সুযোগ করে দিয়েছে। তার জন্য ফেসবুক একাউন্টের মনিটাইজেশন অন করতে হবে। সাধারণত ফেসবুকের মনিটাইজ ব্যবস্থা মেটা ফর ক্রিয়েটরস প্রোগ্রামের অধীনে চলে।

আসলে এটি দর্শকদের নিয়মিত কন্টেন্ট প্রদানকারী নির্মাতাদের লক্ষ্য করেই করা হয়েছে। আর সেক্ষেত্রে টাকা পাওয়া যায় ইন-স্ট্রিম বিজ্ঞাপন, ফ্যান সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কন্টেন্ট এবং ফেসবুক রিল বোনাস থেকে।

Facebook থেকে কীভাবে টাকা উপার্জন করবেন?

তবে ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় করার জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়। যার মধ্যে অন্যতম হল ক্রিয়েটারের পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে। শুধু তাই নয় গত ২ মাসে কমপক্ষে ৬০,০০০ মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে। আর অবশ্যই কন্টেন্ট যেন ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা ও মনিটাইজেশন নীতি অনুসারে হতে হবে।

Meta-র নীতি অনুসারে, ফলোয়ারের সংখ্যা ও ভিউ টাইম তাদের নির্ধারিত সীমা অতিক্রম করলেই একমাত্র ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে টাকা মেলে।

আরও পড়ুন: এবার তৃণমূলের পথে দিলীপ? খোলসা করলেন নিজেই

তবে ফেসবুকে অর্থ উপার্জনের জন্য কেবল একাউন্টের ফলোয়ার বাড়ালেই চলবে না। তার জন্য নিয়মিত চমকদার অবশ্যই নিয়ম নীতি মেনে কন্টেন্ট সরবরাহ করতে হবে, যা দর্শকদের মনোরঞ্জন করবে। তাহলে ফেসবুক আপনার জন্য একটি ভালো উপার্জনের প্ল্যাটফর্মও হয়ে উঠতে পারে।

Leave a Comment