FASTag-র বার্ষিক পাস নিলেও এক্সপ্রেসওয়েতে দিতে হবে টোল ট্যাক্স!

প্রীতি পোদ্দার, কলকাতা: কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ১৫ আগস্ট থেকে চালু হতে চলেছে FASTag-র বার্ষিক পাসের ব্যবস্থা। যার মেয়াদ থাকবে এক বছর। অর্থাৎ একবার খরচ করে সেই পাস কিনলেই সারা বছর চলে যাবে গ্রাহকদের। এমনকি ফাস্ট্যাগের বার্ষিক এই পাস আর্থিক দিক থেকেও বেশ সাশ্রয়ী হবে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি।

একটি পাসেই ২০০ বার যাতায়াত!

বেশ কয়েকদিন ধরেই নতুন টোল নীতি আনার পরিকল্পনা করে আসছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে গত মাসে ফাস্ট্যাগের বার্ষিক পাসের ব্যবস্থা নিয়ে আসা হল কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। জানা গিয়েছে, এই বার্ষিক পাসের দাম হবে তিন হাজার টাকা। আর এই পাসের মাধ্যমে টোল প্লাজা দিয়ে সব মিলিয়ে ২০০ বার যাতাযাত করতে পারবেন গ্রাহকেরা। তবে সেক্ষেত্রে যদি এক বছরের আগেই কোনও গ্রাহক ২০০ বার যাতায়াত করে ফেলেন, তা হলে তাঁকে নতুন করে পাস কিনতে হবে।

কেন্দ্র জানিয়েছে, এই বার্ষিক FASTag পাস প্রকল্পের মাধ্যমে দেশের যেকোনো এক্সপ্রেসওয়ে বা অ্যাক্সেস নিয়ন্ত্রিত জাতীয় মহাসড়ক মাত্র ১৫ টাকা টোল ট্যাক্স দিয়ে অতিক্রম করতে পারবেন গ্রাহকরা। এই বার্ষিক ফাস্ট্যাগ পাসের মাধ্যমে ভ্রমণকারীর কাছ থেকে টোল ট্যাক্স নেওয়া হয়ে থাকে নির্দিষ্ট দূরত্বের উপর নির্ভর করে। প্রতি ৬০ কিলোমিটারে টোল ট্যাক্সের বিধান রয়েছে।

কোথা থেকে মিলবে এই পাস?

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া NHAI, সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে এই পাস সক্রিয় এবং রিচার্জ করা যাবে। পাশাপাশি ‘রাজমার্গ যাত্রা’ অ্যাপেও এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও পুনর্নবীকরণও করা যাবে সেই ওয়েবসাইট থেকে। FASTag-টি গাড়ির উইন্ডশিল্ডে সঠিকভাবে লাগাতে হবে। অবশ্যই বৈধ রেজিস্টার্ড নম্বরের সঙ্গে লিঙ্ক করা উচিত। সেক্ষেত্রে ব্ল্যাক লিস্টেড নম্বর হলে হবে না।

আরও পড়ুন: বঙ্গে বিনিয়োগের আশা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ টাটার চেয়ারম্যানের

প্রসঙ্গত, দেশের বিভিন্ন টোল প্লাজ়ায় টাকা দেওয়ার সময়ে যানজট এড়াতে এবং টোল সংগ্রহকে একটি নির্দিষ্ট ছাতার তলায় আনতে ফাস্ট্যাগ চালু করেছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এবার যাত্রীদের সুষ্ঠু পরিষেবার লক্ষ্যে বার্ষিক পাস চালু করতে চলেছে সড়ক পরিবহণ মন্ত্রক।

Leave a Comment