সৌভিক মুখার্জী, কলকাতা: স্বল্প বাজেটে গাড়ি কেনার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। কারণ কেন্দ্রীয় সরকার এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে। গাড়ির উপর জিএসটি (GST) ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। তার সবথেকে বড় উদাহরণ টয়োটা (Toyota)। সংস্থাটি জানিয়েছে, তারা এই কর ছাড়ের সম্পূর্ণ সুবিধা গ্রাহকদের দেবে। আর এর ফলে বিভিন্ন রকম মডেলে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, কোন কোন মডেলে এই বিপুল ছাড় পাওয়া যাচ্ছে।
Toyota Glanza
প্রিমিয়াম হ্যাসব্যাক Toyota Glanza গাড়িটির দাম কমছে সর্বোচ্চ ৮৫,৩০০ টাকা পর্যন্ত। আর এখন এটি মোটামুটি ৬.৩ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যেই মিলবে।
Toyota Urban Cruiser Taisor
ক্রস ওভার Urban Cruiser Taisor গাড়িটির দাম কমছে সর্বোচ্চ ১.১১ লক্ষ টাকা পর্যন্ত। এর এক্স-শোরুম প্রাইস ধরা হচ্ছে এখন ৭.৮৮ লক্ষ টাকা থেকে ১৩.১৯ লক্ষ টাকার মধ্যে।
Toyota Rumion
কম্প্যাক্ট Toyota Rumion গাড়িটির দাম কমছে প্রায় ৪৮,৭০০ টাকা পর্যন্ত। আর এর দাম শুরু হচ্ছে এখন ১০ লক্ষ টাকা থেকে ১৪.১১ লক্ষ টাকার মধ্যে।
Toyota Urban Cruiser Hyryder
জনপ্রিয় মিড সাইজ SUV Hyryder গাড়িটির দাম কমেছে ৬৫,৪০০ টাকা। এর ফলে বর্তমানে এর দাম রাখা হচ্ছে ১১.৩৪ লক্ষ টাকা থেকে ২০.১৯ লক্ষ টাকা।
Toyota Innova Crysta
সবথেকে বেশি জনপ্রিয় Innova Crysta গাড়িটির দাম কমেছে এবার ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। আর এই গাড়ির বর্তমানে দাম রাখা হয়েছে ১৯.৯৯ লক্ষ টাকা থেকে ২৭.০৮ লক্ষ টাকা।
Toyota Innova Hycross
Toyota Innova Hycross ৭-সিটার গাড়িটির দাম কমেছে সর্বোচ্চ ১.১৫ লক্ষ টাকা পর্যন্ত। আর এর এক্স-শোরুম দাম রাখা হচ্ছে এখন ১৯.২০ লক্ষ টাকা থেকে ৩২.৫৮ লক্ষ টাকা পর্যন্ত।
Toyota Camry
প্রিমিয়াম সেডান Toyota Camry গাড়ির দাম কমেছে ১.০১ লক্ষ টাকা পর্যন্ত। আর বর্তমানে এই গাড়ির দাম রাখা হয়েছে ৪৮.৫০ লক্ষ টাকা।
#Toyota will fully pass on the #GST benefits to its customers; revised prices will come into effect from September 22, 2025.
– Price reduction in the range of Rs 48,700 to Rs 3.49 lakh.
For more news and updates, stay tuned to https://t.co/by4FF5o0Ew pic.twitter.com/TegH1GoRw5
— NDTV Profit (@NDTVProfitIndia) September 6, 2025
Toyota Fortuner
Toyota-র সবথেকে বিলাসবহুল ও জনপ্রিয় ফুল-সাইজ Toyota Fortuner গাড়িটির দাম কমেছে ৩.৪৯ লক্ষ টাকা পর্যন্ত। হ্যাঁ, এর দাম শুরু হচ্ছে ৩৬.০৫ লক্ষ টাকা থেকে ৫২.৩৪ লক্ষ টাকার মধ্যে।
Toyota Fortuner Legender
লাক্সারি Fortuner Legender গাড়িটির দাম কমেছে ৩.৩৪ লক্ষ টাকা। আর এর এখন দাম রাখা হচ্ছে ৪৪.৫১ লক্ষ টাকা থেকে ৫০.০৯ লক্ষ টাকা পর্যন্ত।
Toyota Hilux
Toyota Hilux গাড়িটির দাম কমেছে সর্বোচ্চ ২.৫৮ লক্ষ টাকা পর্যন্ত। আর এর দাম শুরু হচ্ছে ৩০.৪০ লক্ষ টাকা থেকে ৯৭.৯০ লক্ষ টাকার মধ্যে।
Toyota Vellfire
লাক্সারি Toyota Vellfire গাড়িটির দাম কমেছে ২.৭৮ লক্ষ টাকা। আর এর এক্স-শোরুম দাম এখন ১.২২ কোটি টাকা থেকে ১.৩২ কোটি টাকার মধ্য।
আরও পড়ুনঃ মার্ক জুকারবার্গের বিরুদ্ধেই মামলা করল মার্ক জুকারবার্গ! কারণ জানলে ভিমড়ি খাবেন
কেন এতটা দর তলানিতে ঠেকল?
আসলে এবার ছোট গাড়ি থেকে শুরু করে বড় SUV এবং লাক্সারি মডেল, সব গাড়িগুলোর উপরেই জিএসটি অনেকটাই কমানো হয়েছে। তার সুবিধাই সরাসরি পৌঁছে যাচ্ছে গ্রাহকদের হাতে। আর এই সুযোগকে ফেসটিভ অফার হিসেবেই দেখছে ক্রেতারা।