সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ির বাজারে এবার বিরাট চমক দিল টাটা মোটরস (Tata Motors)। কেন্দ্র সরকারের জিএসটি ২.০ (GST 2.0) সংস্করণের পর গ্রাহকদের বিরাট সুখবর শুনিয়েছে এই সংস্থা। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই টাটার জনপ্রিয় গাড়িগুলির দাম ১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত কমতে চলেছে। কোম্পানি দাবি করছে, সরকারের এই করের সম্পূর্ণ সুবিধা এবার গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে। ফলে ছোট গাড়ি থেকে শুরু করে প্রিমিয়াম SUV, সব ক্ষেত্রেই দাম একেবারে তলানিতে ঠেকবে।
কোন কোন মডেলে কতটা দাম কমছে?
সংস্থার প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, দিল্লির এক্স-শোরুম দামে টাটার গাড়িগুলির মূল্য তালিকা হবে নিম্নরূপ—
- Tata Curvv গাড়িটির দাম কমবে ৬৫,০০০ টাকা এবং নতুন দাম দাঁড়াবে ৯,৩৪,৯৯০ টাকা।
- Tata Tiago গাড়িটির দাম কমবে ৭৫,০০০ টাকা এবং নতুন দাম দাঁড়াবে ৪,২৪,৯৯০ টাকা।
- Tata Tigor গাড়িটির দাম কমবে ৮০,০০০ টাকা এবং নতুন দাম দাঁড়াবে ৫,১৯,৯৯০ টাকা।
- Tata Punch গাড়িটির দাম কমবে ৮৫,০০০ টাকা এবং নতুন দাম দাঁড়াবে ৫,৩৪,৯৯০ টাকা।
- Tata Altroz গাড়িটির দাম কমবে ১,১০,০০০ টাকা এবং নতুন দাম দাঁড়াবে ৫,৭৯,০০০ টাকা।
- Tata Harrier গাড়িটির দাম কমবে ১,৪০,০০০ হাজার টাকা এবং নতুন দাম বাড়াবে ১৩,৫৯,৯৯০ টাকা।
- Tata Safari গাড়িটির দাম কমবে ১,৪৫,০০০ টাকা এবং নতুন দাম দাঁড়াবে ১৪,০৪,৯৯০ টাকা।
- Tata Nexon গাড়িটির দাম কমবে ১,৫৫,০০০ হাজার টাকা এবং নতুন দাম দাঁড়াবে ৬,৪৪,৯৯০ টাকা।
কেন এতটা ছাড় দেওয়া হচ্ছে?
আসলে সম্প্রতি GST কাউন্সিল ছোট গাড়ির উপর করে চাপ ২২% থেকে নামিয়ে ১৮% করেছে। উল্লেখ্য, ছোট গাড়ি বলতে বোঝানো হচ্ছে যার ইঞ্জিন ক্যাপাসিটি মূলত পেট্রোলের ক্ষেত্রে ১২০০ সিসির কম বা ডিজেলের ক্ষেত্রে ১৫০০ সিসির কম এবং দৈর্ঘ্য ৪ মিটারের কম। কাউন্সিল মনে করছে, এই সিদ্ধান্ত শুধুমাত্র অটো সেক্টরকে চাঙ্গা করবে না, বরং প্রথমবারের মতো ক্রেতাদের পকেটে অনেকটাই স্বস্তি দেবে।
আরও পড়ুনঃ গজিয়েছে নতুন দাঁত! ঘটা করে ১১৩ বছর বয়সী দাদুর মুখে ভাত দিলেন নাতি-নাতনিরা
বিশেষজ্ঞরা মনে করছে, এই সিদ্ধান্তে টাটার গাড়ি এখন বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। পাশাপাশি Maruti, Hyundai এর মতো সংস্থাগুলির সঙ্গে টাটার লড়াই আরও জমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। সবথেকে বড় ব্যাপার, দীপাবলী আগে এই দাম কমাতে ক্রেতাদের ভিড় জমবে যে উপচে পড়বে তা বলাবাহুল্য।