সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষকে সুবিধা GST কমিয়েছে কেন্দ্র সরকার। আর এবার থেকে সেই কারণে এসি পাওয়া যাবে আরও সস্তায়। এতদিন যেখানে এসির উপরে ২৮% জিএসটি (GST) দিতে হত, সেখানে এখন তা কমে মাত্র ১৮% দাঁড়াচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হচ্ছে এই নয়া হারে জিএসটি। ফলে জনপ্রিয় ব্র্যান্ড যেমন ভোল্টাস, গোদরেজ, Whirlpool, ব্লু স্টার সবকিছুর ক্ষেত্রেই এবার কয়েক হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে।
কোন কোন মডেলের কতটা দাম কমবে?
এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে—
Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC- এই মডেলটির অ্যামাজনে বর্তমানে দাম ২৯,৪৯০ টাকা। আর এতদিন ২৮% হিসাবে জিএসটি ধরা হতো ৬৪৫০ টাকা মতো। তবে নতুন হারে জিএসটি হলে তা মাত্র দাঁড়াবে ৪১৫১ টাকায়। ফলে গ্রাহকদের হাতে এই এসি পৌঁছবে মাত্র ২৭,১৯০ টাকা।
Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC- এই মডেলটির অ্যামাজনে এখন বর্তমানে দাম ৩৪,৪৯০ টাকা। তবে জিএসটি কমার পর এর দাম দাঁড়াবে মাত্র ৩১,৮০৫ টাকা।
Whirlpool 1.5 Ton 3 Star Magicool Inverter Split AC- বর্তমানে এই এসিটির দাম ৩২,৪৯০ টাকা। তবে ১৮% জিএসটি কার্যকর হলে এর দাম নেমে আসবে একেবারে ২৯,৯৬৫ টাকায়।
Blue Star 1.5 Ton 3 Star Split AC- এই এসিটির বর্তমানে বাজারে দাম ৩৫,৯৯০ টাকা। তবে নতুন হারে জিএসটি কার্যকর হলে দাম বাড়াবে ৩২,২৫৫ টাকায়।
Godrej 1.5 Ton 3 Star AC- এই এসিটির বর্তমানে অ্যামাজনে দাম ৩২,৪৯০ টাকা। তবে জিএসটি হ্রাসের পর এটি মিলবে মাত্র ২৯,৯৬৫ টাকায়।
আরও পড়ুনঃ SSC পরীক্ষা দিতে এসে পকেটমারের শিকার! হুগলিতে ফোন, মানিব্যাগ সব খোয়ালেন যুবক
এক কথায়, সরকারের এই পদক্ষেপে একদিকে সাধারণ মানুষ উপকৃত হবে, ঠিক তেমনই উৎসবের মরসুমে বিক্রিতেও জোয়ার আসবে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের মতে, প্রতি এসিতে গড়ে ২৫০০ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এখন শুধু ২২ সেপ্টেম্বরের অপেক্ষা।