সৌভিক মুখার্জী, কলকাতা: জিএসটি কাঠামো সংস্কারের প্রভাব ধীরে ধীরে দেশের খুচরো বাজারে পড়তে শুরু করেছে। সম্প্রতি এসবিআই রিসার্চের একটি রিপোর্ট অনুযায়ী, জিএসটি রেট রেশনালাইজেশনের ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে খুচরো মূল্যবৃদ্ধি নাকি ৩৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে (Inflation Rate Reduction)। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন।
এখনও পর্যন্ত মূল্যবৃদ্ধি কতটা কমেছে?
এসবিআই রিসার্চের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে জিএসটি সংস্কারের কারণে খুচরো মূল্যবৃদ্ধি প্রায় ২৫ বেসিস পয়েন্ট কমেছে। যদিও আগে অনুমান করা হয়েছিল, জিএসটির প্রভাবে ৮৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে। কিন্তু পণ্যভিত্তিক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তা তুলনামূলকভাবে অনেকটাই কম।
স্টেট ব্যাঙ্কের মতে, এই হিসাবের মধ্যে এখনও পর্যন্ত ই কমার্স প্ল্যাটফর্মের দেওয়া অতিরিক্ত ছাড়ের প্রভাব পুরোপুরি ভাবে ধরা হয়নি। তবে জিএসটি হার কমার বলে অনলাইন বিক্রিতে আরও বেশি ছাড় দেওয়া সম্ভব হতে পারে। আর সেই কারণে ২০২৫-২৬ সালে ৩৫ বেসিস পয়েন্ট পর্যন্ত মূল্যবৃদ্ধি কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।
রেকর্ড মূল্যবৃদ্ধি কেরালায়
এদিকে ২০২৫ সালের নভেম্বর মাসে কেরালায় মোট মূল্যবৃদ্ধি হয়েছে ৮.২৭%। তার মধ্যে গ্রামীণ এলাকায় ৯.৩৪% এবং শহরাঞ্চলে তা ৬.৩৩%। এসবিআই রিসার্চের রিপোর্ট অনুযায়ী, কেরালায় সোনা, রুপো এবং তেল বা চর্বি জাতীয় পণ্যের দাম বৃদ্ধি মূল্যবৃদ্ধির সবথেকে বড় কারণ। আসলে এই রাজ্যে পণ্যের ব্যবহার তুলনামূলকভাবে বেশি। তবে রিপোর্টে সতর্ক করা হয়েছে যে, রুপির মান কমলে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে। আর এর প্রভাব সরাসরি খুচরো বাজারে পড়তে পারে। যার কারণে আগামী দিনে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরের ১৫ তারিখ লঞ্চ হচ্ছে SBI YONO 2.0, কী কী সুবিধা মিলবে?
রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে মূল্যবৃদ্ধি থাকতে পারে মোটামুটি ১.৮%, ২০২৬-২৭ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়াতে পারে ৩.৪%। তবে এই মুহূর্তে আরবিআই-এর সুদের হারের নীতিতে কোনওরকম পরিবর্তন আনা হবে না। আর ফেব্রুয়ারির মুদ্রানীতি বৈঠক পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক কোনওরকম সিদ্ধান্ত নেবে না বলেই মনে হচ্ছে এসবিআই।