Harrier থেকে Punch, Nexon! ডিসেম্বরে টাটার গাড়িগুলিতে মিলছে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড়

Discount on Tata Cars

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিসেম্বর মাসে টাটা মোটরস আইসিই চালিত সমস্ত গাড়িতেই এবার বিরাট ডিসকাউন্ট (Discount on Tata Cars) ঘোষণা করল। নতুন বছর গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্যই আজকের প্রতিবেদনটি। কারণ, Harrier, Safari থেকে শুরু করে Tiago, Punch, Nexon এর মতো গাড়িগুলিতে মিলছে নগদ 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। তবে কোন কোন গাড়িতে কত ছাড় মিলছে তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

Tata Harrier এবং Safari

এই গাড়িগুলিতে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। হ্যাঁ, MY2025 এর হাই-স্পেক ভেরিয়েন্টে নগদ 75,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। পুরনো স্টকের মডেলগুলিতেই 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। অন্যদিকে Harrier এর দাম শুরু হচ্ছে 14 লক্ষ টাকা থেকে, আর সর্বোচ্চ দাম দাঁড়াচ্ছে 25.24 লক্ষ টাকা। পাশাপাশি Safari পাওয়া যাবে 14.66 লক্ষ টাকা থেকে 25.96 লক্ষ টাকার মধ্যে। আর দুটিতেই রয়েছে 170hp, 2.0L ডিজেল ইঞ্জিন।

Tata Altroz

এই গাড়িতে সর্বোচ্চ 85,000 টাকা ছাড় মিলছে। ফেসলিফ্ট মডেলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 25,000 টাকা, আর পুরনো স্টকে আরও 85,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। Tata Altroz গাড়িটিতে 88hp 1.2L পেট্রোল ইঞ্জিন এবং 90hp 1.5L ডিজেল ইঞ্জিন মিলবে। এছাড়া সিএনজি ভেরিয়েন্ট সহ একাধিক অপশন দেওয়া থাকে। আর এই গাড়ির দাম 6.30 লক্ষ টাকা থেকে 10.51 লক্ষ টাকার মধ্যে।

Tata Punch

এই গাড়িতে সর্বোচ্চ 75,000 টাকা পর্যন্ত ছাড় মিলছে। জনপ্রিয় এই মাইক্রো SUV তে 40,000 টাকা পর্যন্ত অফার থাকাছে। তবে পুরনো MY2025 স্টকের সুবিধা থাকায় আরও অতিরিক্ত ছাড় দিয়ে তা 75,000 টাকায় পৌঁছচ্ছে। Tata Punch গাড়িটিতে রয়েছে 88hp 1.2L পেট্রোল ইঞ্জিন এবং সিএনজি ভেরিয়েন্ট। আর এর দাম দাঁড়াচ্ছে 5.50 লক্ষ টাকা থেকে 9.24 লক্ষ টাকার মধ্যে।

Tata Tiago এবং Tigor

এই গাড়িদুটিতে সর্বোচ্চ 55,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। বাজেট ফ্রেন্ডলি এই দুই হ্যাচব্যাক ও সেডানে MY2024 স্টকের ক্ষেত্রে 55,000 টাকা ছাড় এবং নতুন MY2025 মডেলে 35,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। গাড়িদুটিতে 86hp 1.2L পেট্রোল ইঞ্জিন এবং 73hp সিএনজি ইঞ্জিন থাকছে। পাশাপাশি এমটি এবং এএমটি গিয়ার বক্সের অপশন থাকবে। Tiago এর দাম দাঁড়াচ্ছে 4.57 লক্ষ টাকা থেকে 7.22 লক্ষ টাকার মধ্যে এবং Tigor এর দাম দাঁড়াচ্ছে  5.49 লক্ষ টাকা থেকে 8.74 লক্ষ টাকার মধ্যে।

আরও পড়ুন: সর্বোচ্চ ১৮,০০০ টাকা! ইন্ডিগো বিভ্রাটের মাঝেই নতুন ভাড়ার স্ল্যাব জারি বিমান পরিবহন মন্ত্রকের

Tata Nexon এবং Curvv

এই গাড়িদুটিতে সর্বোচ্চ 50,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। গাড়িগুলি পেট্রোল, ডিজেল এবং সিএনজি ইঞ্জিনে উপলব্ধ। Nexon গাড়িটিতে রয়েছে 120hp 1.2L টার্বো পেট্রোল ইঞ্জিন এবং 115hp 1.5L ডিজেল ইঞ্জিন। এর দাম 7.99 লক্ষ টাকা থেকে 14.15 লক্ষ টাকার মধ্যে। Curvv গাড়িটির দাম পড়বে 9.65 লক্ষ টাকা থেকে 18.5 লক্ষ টাকার মধ্যে।

Leave a Comment