I PAC শুনানি মুলতুবি.. হাল ছাড়ছে না ED, বিচারপতি বদলের দাবি কেন্দ্রীয় সংস্থার!

I PAC Vs ED Case Ed demand to change judge

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার, হঠাৎ দিল্লির এক আর্থিক প্রতারণা মামলায় I PAC কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই I PAC প্রধানের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন I PAC এর অফিসের সামনে দেখা মিলেছিল তৃণমূল নেতৃত্বের। এবার সেই ঘটনা ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বনাম রাজ্য সরকার সংঘাতের আইনি লড়াই অন্য বাঁক নিল। শুক্রবার, আদালতে তৃণমূল এবং ইডির দায়ের করা আলাদা দুই মামলার শুনানি (I PAC Vs ED Case) হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রবল বিশৃঙ্খলার কারণে মামলা মুলতবি হয়ে গেল।

বিরক্ত হয়ে আদালত ছাড়লেন বিচারপতি

তৃণমূল বনাম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জোড়া মামলার শুনানি ছিল আজ হঠাৎ শুক্রবার দুপুর আড়াইটা থেকে। সেই মতোই আদালতে উপস্থিত হয়েছিল দুপক্ষ। এদিন দুপুর 2 টোর মধ্যেই আদালতে এজ্লাস বসার আগেই মামলার শুনানি শোনার জন্য ভিড় করেছিলেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য জুনিয়ার এবং সিনিয়র আইনজীবীরা। পরবর্তীতে ওই ভিড় নিয়েই নির্ধারিত সময়ে আদালতে মামলার শুনানি শুরু হলেও আদালত কক্ষে প্রবল হই হট্টগোল এবং সকলের আওয়াজের মধ্যে মামলা শোনা যেন দায় হয়ে গিয়েছিল বিচারপতির পক্ষে।

অবশ্যই পড়ুন: আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, বিশ্বশক্তির নিয়ন্ত্রক আমার নিজস্ব নীতিইঃ ডোনাল্ড ট্রাম্প

আজ, তৃণমূল বনাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার শুনানি শুনতে আদালত কক্ষে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবীরাও। এছাড়াও অনাকাঙ্ক্ষিত অনেকেই হাজির হয়েছিলেন আদালত চত্বরে। সব মিলিয়ে, প্রবল বিশৃংখলার মধ্যে দুপক্ষের সওয়াল জবাব শুনতে না পাওয়ায় শেষ পর্যন্ত একরাশ বিরক্তি নিয়েই আদালত ছাড়তে বাধ্য হন বিচারক। তাতে শেষ পর্যন্ত মুলতুবি হয়ে গেল মামলা। সূত্রের খবর, পরবর্তী শুনানি হবে আগামী 14 জানুয়ারি।

অবশ্যই পড়ুন: “যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি…” আইপ্যাকে ED তল্লাশির প্রতিবাদে পথে নামলেন মমতা

বিচারপতি বদলের আবেদন ইডির

বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আদালত কক্ষে ব্যাপক হই হট্টগোল এবং বিশৃংখলার মধ্যে শেষ পর্যন্ত শুনানি পর্ব থেকে বিচারক উঠে গেলেও হাল ছাড়েনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, বিচারপতি চলে গেলে ইডির তরফে মেল পাঠিয়ে শুক্রবারই দ্রুত শুনানির আবেদন জানানো হয়। শুধু তাই নয়, বিচারপতি বদলে নতুন বিচারপতির হাত ধরে নাকি আজই শুনানি আয়োজনের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। এ নিয়ে অবশ্য মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব।

Leave a Comment