সহেলি মিত্র, কলকাতা: একের পর এক IndiGo বিমানের বাতিলের ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। বিগত কয়েকদিনে দেশের বিমানবন্দরগুলিতে চরম বিশৃঙ্খলা চোখে পড়ার মতো ছিল। মঙ্গলবার থেকে আজ অবধি, ইন্ডিগো বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করেছে, যার ফলে যাত্রীদের ব্যাপক অসুবিধা হয়েছে। অন্যান্য কোম্পানির বিমান ভাড়া আকাশছোঁয়া। এক কথায় সুযোগ বুঝে কোপ মেরেছে অন্যান্য বিমান সংস্থাগুলি। তবে চিন্তা নেই, কারণ সকলের ত্রাতা হয়ে ময়দানে নামল ভারতীয় রেল (Indian Railways)। সকলকে যে যার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল রেল।
৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচ যোগ করল রেল
যাত্রী চাহিদা মেটাতে এবং আরও আসন সরবরাহের জন্য, সারা দেশে ৩৭টি ট্রেনে ১১৬টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। এর ফলে সারা দেশে ১১৪টিরও বেশি অতিরিক্ত ট্রিপ হবে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ রেলওয়ে বেশ কয়েকটি ট্রেনে সর্বাধিক অতিরিক্ত কোচ যুক্ত করেছে, যার ফলে ১৮টি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জানা গেছে যে, উচ্চ চাহিদা সম্পন্ন রুটে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার কোচ যুক্ত করা হয়েছে।
এই অতিরিক্ত কোচগুলি আজ ৬ ডিসেম্বর, ২০২৫ থেকে বাস্তবায়িত হয়েছে, যার ফলে যাত্রীর ধারণক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে, উত্তর রেলওয়ে আটটি ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করেছে, যার মধ্যে 3AC এবং চেয়ার কার কোচ রয়েছে। আজ থেকে বাস্তবায়িত এই পদক্ষেপগুলি, যা ভারী ভ্রমণকারী উত্তর করিডোরে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি করেছে। পশ্চিম রেলওয়ে 3AC এবং 2AC কোচ যুক্ত করে চারটি উচ্চ-চাহিদা সম্পন্ন ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে। এই সংযোজনগুলি ৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
একাধিক বিশেষ ট্রেনেরও ঘোষণা করল রেল
অনেক ট্রেনে অতিরিক্ত কোচ যোগ করার পাশাপাশি, মানুষের যাত্রা সহজ করার জন্য চারটি বিশেষ ট্রেন পরিষেবাও চালানো হচ্ছে। এর মধ্যে, গোরক্ষপুর – আনন্দ বিহার টার্মিনাল – গোরক্ষপুর স্পেশাল (05591/05592) ৭ থেকে ৯ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে চারটি ট্রিপ চালাবে। নয়াদিল্লি – শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন – নয়াদিল্লি সংরক্ষিত বন্দে ভারত স্পেশাল (02439/02440) ৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে অর্থাৎ আজ চলবে।
অন্যদিকে পশ্চিম রেলওয়ে ৬ এবং ৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে নতুন দিল্লি – মুম্বাই সেন্ট্রাল – নতুন দিল্লি সংরক্ষিত সুপারফাস্ট স্পেশাল (০৪০০২/০৪০০১) পরিচালনা করবে, যাতে জনসাধারণের ভিড় সামাল দেওয়া যায়। এছাড়াও, হযরত নিজামুদ্দিন – তিরুবনন্তপুরম কেন্দ্রীয় সংরক্ষিত সুপারফাস্ট স্পেশাল (০৪০৮০) ৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে একদিকে চলবে।