সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি আইফোন ব্যবহার করেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অবিলম্বে ফোনে iOS 18.6.2 আপডেট (iPhone Update) করতে হবে। কারণ কিছু গুরুতর সুরক্ষা ত্রুটি ধরা পড়ছে, যা ব্যবহারকারীদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি ইতিমধ্যে কয়েকজন সাইবার আক্রমণের শিকার হয়েছেন।
কেন জরুরী এই আপডেট?
সম্প্রতি অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছে, এক ধরণের ক্ষতিকর ইমেজ ফাইল প্রসেসিং-এর মাধ্যমে আইফোনের মেমোরি দুর্বল করে দেওয়া হচ্ছিল। আর এই সুযোগে হ্যাকাররা আক্রমণ চালাচ্ছে। সংস্থাটি এটিকে জটিল হামলা বলেই দাবি করছে। ফলে যাদের কাছে iPhone Xs কিংবা তার পরের মডেল রয়েছে, তাদের দেরি না করে অবিলম্বে এই আপডেট ইন্সটল করার পরামর্শ দেওয়া হয়েছে।
Apple updated iOS 18.6 RC for Public Beta testers with a little more information and corrected it to RC.
iOS 18.6 Fixes an issue in Photos that could prevent memory movies from being shared among other things. pic.twitter.com/YPsR47hUAW
— Aaron Zollo (@zollotech) July 24, 2025
কীভাবে আপডেট করবেন আপনার আইফোন?
সর্বশেষ iOS 18.6.2 আপডেট ইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। সেগুলি হল—
- প্রথমে ফোনের সেটিংস অপশনে যান।
- এরপর সেখানে গিয়ে General অপশনে ক্লিক করুন।
- এরপর Software Update অপশনটিতে ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে iOS 18.6.2 আপডেট লেখা উঠবে।
- এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করুন।
- এরপর ডাউনলোড হয়ে গেলে ফোন রিস্টার্ট করুন।
আসছে আরো কিছু চমক দেওয়া ফিচার্স
তবে শুধুমাত্র iOS 18.6.2 আপডেট নয়, অ্যাপল একসঙ্গে কাজ করছে আসন্ন iOS 26 আপডেটের বিটা ভার্সন নিয়েও। এর চতুর্থ ভার্সনে যুক্ত হচ্ছে বহু নতুন নতুন ফিচার্স, যার মধ্যে উল্লেখযোগ্য হল Adaptive Power Mode।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে সমবায় নির্বাচনে ১২-০ ব্যবধানে জয়লাভ বিজেপির, ভরাডুবি তৃণমূলে
আর এটি শুধুমাত্র সেই সমস্ত আইফোনেই পাওয়া যাবে, যেগুলিতে AI সাপোর্ট রয়েছে। যেমন iPhone 15 Pro কিংবা তার পরের মডেল। অ্যাপল দাবি করছে, এই নতুন আপডেট ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করবে এবং পারফরম্যান্সেও সামান্য পরিবর্তন দেখা যেতে পারে।