iPhone-র মতো ফিচার্স, ওয়াটারপ্রুফ! মাত্র ৫৯৯৯ টাকায় লঞ্চ হল নয়া স্মার্টফোন

itel Zeno 20

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এবার দারুণ সুখবর। কারণ চায়না কোম্পানি itel এবার ভারতের বাজারে লঞ্চ করল itel Zeno 20 স্মার্টফোন। আর সবথেকে অবাক করার বিষয়, এই ফোনটির দাম মাত্র 5999 টাকা। তবে দাম কম হলেও ফিচার্সে কোনোরকম কমতি রাখেনি itel, বরং এই দামেই পাওয়া যাবে একাধিক প্রিমিয়াম স্মার্টফোনের ফিচার্স। চলুন জেনে নেওয়া যাক সমস্তটা।

আইফোন স্টাইলের ডাইনামিক ডিসপ্লে

itel Zeno 20 ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর Dynamic Island ডিসপ্লে। অর্থাৎ, ফোনের উপরের একটি অংশে ডাইনামিক বার থাকবে, যেখানে কল, চার্জিং বা ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যাবে। এই ডিসপ্লে শুধুমাত্র আইফোনেই দেখা যায়, এমনকি অন্য কোনো স্মার্টফোনে বলা চলে বিরল।

দাম এবং ভ্যারিয়েন্ট

বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে, এই ফোনের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 3GB RAM + 64GB ভ্যারিয়েন্টের দাম 5999 টাকা এবং টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ 3GB RAM + 64GB এর দাম 6899 টাকা। আর এই ফোনটি পাওয়া যাবে তিনটি রঙে। সেগুলি হল—অরোরা ব্লু, স্টারলিট ব্ল্যাক এবং স্পেস টাইটানিয়াম। ফোনটির প্রথম সেল শুরু হবে আগামী 25 আগস্ট Amazon-এ। আর সেদিন ফোন কিনলে পাওয়া যাবে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

itel Zeno 20-এর প্রধান ফিচার্স

জানা গিয়েছে, এই ফোনে থাকবে 6.6 ইঞ্চি HD+ IPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট রেট 90Hz। প্রসেসর হিসেবে রয়েছে Unisoc T7100 চিপসেট, যা গেমিং-এর জন্য ভালো পারফরম্যান্স দেবে। এদিকে ফোনটিতে সর্বোচ্চ 4GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফোনটিতে হিসেবে থাকবে 5000mAh-এর একটি বিরাট ব্যাটারি, যা 15 ওয়াটের চার্জিং সাপোর্ট নেবে।

পাশাপাশি ক্যামেরা হিসেবে পিছনে 13MP একটি মেইন ক্যামেরা এবং সামনে 8MP সেলফি ক্যামেরা থাকবে। উল্লেখ্য, ফোনটি Android 14 Go অপারেটিং সিস্টেমের উপরেই চলবে এবং অন্যান্য ফিচার্স হিসেবে IP54 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকছে, যা জল বা ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। পাশাপাশি ফেস আনলক এবং Aivana 2.0 ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো সব সুবিধা দেওয়া থাকছে।

আরও পড়ুনঃ ভারতে আনব্লক হয়েছে TikTok? বড় আপডেট দিল কেন্দ্র সরকার

তাই যারা কম বাজেটে স্টাইলিশ এবং ফিচার্সে সমৃদ্ধ কোনো স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে এক্কেবারে সেরা বিকল্প। বিশেষ করে ছাত্রছাত্রী বা প্রথমবার যারা স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য কম দামে আইফোন স্টাইলের ডিসপ্লে, ওয়াটারপ্রুফের সুবিধাযুক্ত এই ফোনটি হতে পারে একদম সেরার সেরা..!

Leave a Comment