সৌভিক মুখার্জী, কলকাতা: আইফোন প্রেমীদের জন্য বিরাট খবর। স্বাধীনতা দিবসের আগেই আসছে দারুণ অফার। এবার iPhone 17 সিরিজের আগেই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং Amazon-এ শুরু হয়েছে ফ্রিডম সেল। আর এই সেলেই মিলছে ছাড়ের বন্যা। হ্যাঁ, এবার iPhone 16 এবং iPhone 16 Pro-এ 12,000 টাকা ছাড় মিলছে।
iPhone 16 এখন 9990 টাকা ছাড়ে
যারা নতুন আইফোন কেনার কথা ভাবছেন, কিন্তু বাজেট নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য বিরাট আপডেট। কারণ iPhone 16 এবার 9990 টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ফ্লিপকার্টের ফ্রিডম সেলে iPhone 16 মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র 69,999 টাকায়। আর এই ফোনটির আসল মূল্য ছিল 79,900 টাকা। ফলে প্রায় 9990 টাকা সাশ্রয় হচ্ছে। এদিকে Amazon-এ ফোনটি 71,900 টাকায় মিলছে। যদিও ফ্লিপকার্ট থেকে সামান্য দাম বেশি।
iPhone 16 Pro-তেও মিলছে বিরাট ছাড়
যারা প্রো লেভেলের ক্যামেরা বা পারফর্মেন্স খুঁজছেন, তাদের জন্য iPhone 16 Pro হতে পারে সেরা বিকল্প। Flipkart-এ এই ফোনটি এখন মাত্র 1,07,900 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এই ফোনটির লঞ্চের সময় মূল্য ছিল 1,19,900 টাকা। অর্থাৎ এই ফোনে 12,000 টাকা ছাড় মিলছে। আর Amazon-এ এই ফোনটি পাওয়া যাচ্ছে 1,11,900 টাকায়।
এদিকে যাদের Axis, HDFC এবং ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রয়েছে, তারা অতিরিক্ত 4000 টাকা ক্যাশব্যাক পাচ্ছে। অর্থাৎ iPhone 16 মাত্র 63,499 টাকায় হাতের মুঠোয় চলে আসবে।
iPhone 16-এর ফিচার্স
প্রসঙ্গত জানিয়ে রাখি, iPhone 16 মডেলে থাকছে 6.1-ইঞ্চি Super Retina XDR OLED ডিসপ্লে, যা Dolby Vision সাপোর্ট করে। পাশাপাশি অ্যাপলের নতুন A18 Bionic চিপসেট থাকছে। ফলে পারফর্মেন্স নিয়ে চিন্তা করতে হবে না। ক্যামেরা হিসেবে থাকছে একটি 48MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 12MP ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ টিকিটের বদলে চিঠি ধরিয়ে দিলেন যাত্রী, পড়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন TTE!
উল্লেখ্য, এই ফোনটি iOS 18 ভার্সনের উপরেই চলছে। সাথে থাকছে Apple Intelligence AI ফিচার্স। আর ব্যাটারি মোটামুটি এক দিনের ব্যাকআপ দিয়েই দেবে। স্মার্ট ফিচার্স বলতে গেলে এই মডেলে IP68 ওয়াটার-ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে, যা ধুলো বা জল থেকে রক্ষা করবে। পাশাপাশি এই ফোনটি 512GB স্টোরেজ অপশন পর্যন্ত পাওয়া যাচ্ছে।
iPhone 16 Pro-এর ফিচার্স
iPhone 16 Pro-তে থাকছে 6.1-ইঞ্চি LTPO Super Retina XDR OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 1Hz–120Hz। এই ফোনের প্রসেসর বলতে গেলে A18 Pro Bionic চিপসেট দেওয়া হচ্ছে, যা গেমিং ও গ্রাফিক্সের জন্য একেবারে সেরা। ক্যামেরা হিসেবে থাকছে একটি 48MP প্রাইমারি লেন্স। সাথে রয়েছে আরও দুটি ক্যামেরা। সামনের দিকে থাকবে একটি 12MP ফ্রন্ট ক্যামেরা।
উল্লেখ্য, এই ফোনটি হালকা ও টাইটেনিয়াম ফ্রেম দিয়ে তৈরি করা। তাই ডিজাইনের দিক থেকেও সেরা। এদিকে এই ফোনে MagSafe, Qi2, USB-C, স্যাটেলাইট কানেক্টিভিটির মতো সব ফিচার্স দেওয়া হচ্ছে। আর এই মডেলটিতে 1TB পর্যন্ত স্টোরেজের অপশন থাকছে।