সৌভিক মুখার্জী, কলকাতা: যারা দীর্ঘদিন ধরে আইফোন কেনার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য আসলো ধামাকাধার সংবাদ। কারণ, এবার iPhone 16 Pro ফোনটিতে মিলছে 40 হাজার টাকা পর্যন্ত ছাড় (iPhone 16 Pro Discount)। হ্যাঁ, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে এবার ফ্লিপকার্ট এন্ড অফ সিজন সেলে এই ফোনটি ধামাকাদার অফারে মিলছে যা চলবে 12 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
কত টাকা ছাড় মিলছে iPhone 16 Pro-এ?
প্রসঙ্গত, ফ্লিপকার্টে iPhone 16 Pro এর অফিশিয়াল দাম 1,09,990 টাকা। কিন্তু একাধিক অফার একসঙ্গে ব্যবহার করলে দাম অনেকটাই কমছে। ব্যাঙ্ক ডিসকাউন্টে হিসাবে এক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ইনস্ট্যান্ট 4000 টাকা ছাড় পাওয়া যাবে। পাশাপাশি এক্সচেঞ্জ অফার অর্থাৎ পুরনো স্মার্টফোন বদলে iPhone 16 Pro কিনলে সর্বোচ্চ 68,050 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার ফোনের মডেল আর বর্তমান অবস্থার উপরেই। ফলত, দুটি অফার মিলিয়ে ফোনটির দাম নেমে আসবে 70,000 টাকার নিচে।
2025 সালে কি iPhone 16 Pro কেনা উচিত?
বিশেষজ্ঞরা বলছেন, 2025 সালে দাঁড়িয়ে iPhone 16 Pro কেনা একেবারে সঠিক সিদ্ধান্ত। কারণ, নতুন মডেল এলেও iPhone 16 Pro এখনও পর্যন্ত পারফরমেন্স এবং ফিচার্সের দিক থেকে ফ্লাগশিপ স্মার্টফোন। কারণ, এই স্মার্টফোটিতে পাওয়া যাবে—
ডিসপ্লে- এই ফোনটিতে রয়েছে একটি 6.3 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz ProMotion এবং এই ডিসপ্লেটি HDR10 ও Dolby Vision সাপোর্ট করে। পাশাপাশি এই সর্বোচ্চ ব্রাইটনেস 2,000 nits পর্যন্ত।
পারফরমেন্স এবং AI ফিচার- আইফোনের এই মডেলটি শক্তিশালী A18 Pro চিপসেট দ্বারাই চালিত হয়, যেখানে রয়েছে 6-core CPU, 6-core GPU, 16-core Neural Engine। আর iOS এর অ্যাপেল ইন্টেলিজেন্স ভিত্তিক AI ফিচার দেওয়া রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল AI ইমেজ এডিটিং, AI স্মার্ট মেসেজ ড্রাফট ইত্যাদি।
ক্যামেরা ফিচার- iPhone 16 Pro ফোনটি ক্যামেরা সেটআপের দিক থেকেও নজর কাড়ছে। কারণ, এটিতে মেইন ক্যামেরা হিসেবে 48MP একটি সেন্সর দেওয়া রয়েছে। পাশাপাশি 48MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 12MP 5x টেলিফটো এবং 12MP 2x টেলিফটো লেন্স রয়েছে।
আরও পড়ুন: ১০ টাকার জল ১৫০-২০০ তে বিক্রি! ‘মেসির কলকাতা সফরে ১০০ কোটির কেলেঙ্কারী’
তাই যারা প্রিমিয়াম আইফোন কিনতে চাইছেন এবং দীর্ঘদিন ধরে আপডেট সাপোর্ট চাইছেন, পাশাপাশি শক্তিশালী ক্যামেরা ও পারফরমেন্স খুঁজছেন, তাদের জন্য এই অফার হতে পারে দারুণ বিকল্প।