iPhone 16 Pro Max সহ আরেক মডেলে ২০,০০০ টাকা ছাড়! বিরাট অফার Amazon

Amazon Great Freedom Festival

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি আইফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল (Amazon Great Freedom Festival) সেলে মিলছে দুর্দান্ত অফার। হ্যাঁ, এই বিশেষ ছেলে অ্যাপলের  iPhone 16 Pro Max এবং iPhone 15 Plus-এ এবার 20 হাজার টাকার বেশি ছাড় মিলছে। পাশাপাশি ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাসেও থাকছে অতিরিক্ত সুবিধা।

iPhone 16 Pro Max-এ বিরাট ছাড়

জানিয়ে রাখি, iPhone 16 Pro Max যখন লঞ্চ হয়েছিল, তখন এই মডেলের দাম ছিল 1,44,900 টাকা। আর এখন তা বিক্রি হচ্ছে মাত্র 1,32,290 টাকায়। পাশাপাশি এসবিআই ক্রেডিট কার্ডে 1750 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং এক্সচেঞ্জ অফারেও মিলছে 50,200 টাকা পর্যন্ত ছাড়। ফলে মোট ছাড় দাড়াচ্ছে 13,750 টাকা এবং অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস।

iPhone 16 Pro Max-এর স্পেসিফিকেশন

iPhone 16 Pro Max-এ রয়েছে 6.9 ইঞ্চির একটি LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1320×2868। পাশাপাশি এতে থাকছে Apple A18 Pro চিপসেট প্রসেসর এবং iOS 18 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই এই ফোনটি চলে। ক্যামেরা হিসেবে থাকবে 48MP মেইন ক্যামেরা, 12MP পেরিস্কোপ এবং 48MP আলট্রা-ওয়াইড ক্যামেরা। পাশাপাশি 12MP ফ্রন্ট ক্যামেরা থাকবে, যা ভিডিও কল ও সেলফির জন্য যথেষ্ট।

iPhone 15 Plus-এও মিলছে বিরাট ছাড়

উল্লেখ্য, iPhone 15 Plus যখন লঞ্চ হয়েছিল, তখন এর দাম ছিল 89,990 টাকা। আর এখন তা বিক্রি হচ্ছে মাত্র 72,490 টাকায়। পাশাপাশি এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ডে 1750 টাকা ছাড় মিলছে এবং এক্সচেঞ্জ বোনাসে সর্বোচ্চ 50,200 টাকা ছাড় মিলছে। ফলে মোট 20,160 টাকা ছাড় এবং সাথে এক্সচেঞ্জের সুবিধা থাকছে।

আরও পড়ুনঃ ১০ বছরে ১৭ কোটি চাকরি দিয়েছে মোদি সরকার! লোকসভায় রিপোর্ট দিলেন শ্রমমন্ত্রী

iPhone 15 Plus-এর স্পেসিফিকেশন

জানিয়ে রাখি, iPhone 15 Plus ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1290×2796 এবং ব্রাইটনেস 2000 nits। এতে হয়েছে A16 Bionic চিপসেট। ক্যামেরা হিসেবে থাকবে 48MP একটি মেইন ক্যামেরা এবং 12MP আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য থাকবে 12MP ফ্রন্ট ক্যামেরা। আর পারফরম্যান্স এবং ব্যাটারির দিক থেকে এই ফোনটি নজর কাড়ে। 

তাই যদি আইফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে অ্যামাজনের এই ফ্রিডম সেল থেকে অবশ্যই এই অফারদুটিকে লুফে নিতে ভুলবেন না। কারণ এটি সীমিত সময়ের অফার। আর এরকম অফার হয়তো আর আসবে না।

Leave a Comment