iPhone 17 সিরিজ লঞ্চের দিনক্ষণ ঘোষণা Apple-র

iPhone 17

সৌভিক মুখার্জী, কলকাতা: আইফোন প্রেমীদের জন্য বিরাট সুখবর। অবশেষে ঘোষণা হল বছরের সবথেকে বড় প্রযুক্তি ইভেন্টের। আগামী 9 সেপ্টেম্বর কুপার্টিনোর স্টিভ জবস থিয়েটার থেকেই আনুষ্ঠানিকভাবে iPhone 17 সিরিজ লঞ্চ হতে চলেছে। আর এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে “Awe Dropping”। ভারতীয় সময় রাত 10.30 মিনিট থেকেই অ্যাপলের ইউটিউব চ্যানেলে এই ইভেন্ট দেখা যাবে বলে জানা গিয়েছে। তবে কী কী চমক আসছে এই ইভেন্টে?

iPhone 17 সিরিজে নতুনত্ব কী?

বলে রাখি, এবছর অ্যালের লাইন আপে যুক্ত হতে চলেছে এক্কেবারে নতুন সদস্য iPhone 17 Air। জানা গিয়েছে, এই মডেলটি সবথেকে পাতলা ও হালকা হবে, যার ডিসপ্লে হবে 6.6 ইঞ্চি। পাশাপাশি এই মডেলে অ্যাপলের নিজস্ব C1 মডেম থাকছে। তবে ক্যামেরার সেকশনে রয়েছে চমক। কারণ পেছনে থাকছে মাত্র একটি লেন্স।

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এটি বর্তমানের Plus মডেলকে রিপ্লেস করবে। অর্থাৎ, এবার বাজারে মোট চারটি মডেল আসবে। আর সেগুলি হল—iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air।

Pro মডেলে বিরাট আপগ্রেড

প্রসঙ্গত, এবারের Pro সিরিজ আরো শক্তিশালী হয়ে বাজারে আসছে। হ্যাঁ, Pro মডেলের ফ্রেম তৈরি হবে উন্নত অ্যালুমিনিয়াম দিয়ে, যাতে ফোন আগের থেকে বেশি টেকসই হবে। পাশাপাশি ক্যামেরা মডিউলের ডিজাইনেও কিছু বদল আসতে পারে। উল্লেখ্য, এবারের মডেলে থাকবে না কোনো স্কোয়ার শেপ। কারণ এবার পিল-শেপড মডিউল হিসেবেই বাজারে আত্মপ্রকাশ করছে Pro মডেল।

বলে রাখি, পারফরম্যান্সের জন্য এবার Pro মডেলগুলিতে নতুন A19 ও A19 Pro চিপসেট দেওয়া থাকছে। আর সবথেকে বড় ব্যাপার, এবার প্রথমবারের মতো সমস্ত মডেলে ProMotion ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 120Hz, যা আগে শুধুমাত্র Pro মডেলগুলিতেই ছিল।

iPhone-র পাশাপাশিও থাকছে অন্যান্য চমক

তবে অ্যাপলের এই মঞ্চে শুধুমাত্র iPhone নয়, বরং আসতে পারে আরো একগুচ্ছ প্রোডাক্ট। যেমন Apple Watch Series 11, Apple Watch Ultra 3, Apple Watch SE 3, AirPods Pro 3, HomePod mini ও Apple TV 4K-এর মতো কিছু প্রোডাক্ট এবার বাজারে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ LPG, CNG-র দাম থেকে SBI… ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে 4 নিয়ম

তাই আপনিও যদি এই ইভেন্ট দেখতে চান, তাহলে অবশ্যই 9 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10:30 মিনিট নাগাদ অ্যাপলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। ইতিমধ্যেই এই লাইভ সিডিউল সেট করে দেওয়া হয়েছে। দর্শকরা চাইলে রিমাইন্ডার চালু করে রাখতে পারে নোটিফিকেশন পাওয়ার জন্য।

Leave a Comment