বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর ঘোষণা করেছেন নাইট স্টার আন্দ্রে রাসেল। তবে IPL ছাড়লেও ঘরের ছেলে হয়েই KKR-এ ফিরেছেন আন্দ্রে। শাহরুখের দলে ক্যারিবিয়ান দানবের নতুন পদের নাম পাওয়ার কোচ। মূলত সহকারি কোচ হিসেবেই আগামী দিনগুলিতে অজিঙ্কা রাহানেদের সাহায্য করবেন তিনি। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে হাত গুটিয়ে নিলেও বিশ্বের অন্যান্য লিগগুলিতে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য। কাজেই IPL 2026 এ অলরাউন্ডার রাসেলের অভাব থাকবেই। যদিও বেশ কয়েকটি রিপোর্ট বলছে, রাসেলের শূন্যস্থান ভরাট করতে পারেন IPL এ (IPL 2026 Auction) এমন তিন প্লেয়ার রয়েছেন।
IPL 2026 এ রাসেলের শূন্যস্থান পূরণ করতে পারেন এই তিন প্লেয়ার
তিনি একজন দক্ষ বোলার। মূলত পেস বোলিংয়ের জন্যই জনপ্রিয় নাইট স্টার। একাধারে তিনি একজন ব্যাটসম্যানও। শুধু কি তাই, ওয়েস্ট ইন্ডিজ তারকা হিসেবে ফিল্ডিংয়েও নিজের জান লড়িয়ে দেন এই তারকা ক্রিকেটার। সব মিলিয়ে বলা যায়, তিনি একজন দক্ষ অলরাউন্ডারের পাশাপাশি যোগ্য ফিনিশারও। তবে অবসরের পর এহেন একজন দাপুটে ক্রিকেটারকে মিস করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে ওয়ান ক্রিকেটের রিপোর্ট বলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন 3 বিদেশি প্লেয়ার রয়েছেন যাঁরা রাসেলের অভাব কিছুটা হলেও মেটাতে পারেন।
রিপোর্ট অনুযায়ী, নিজের অসাধারণ পেস বোলিং দক্ষতা, আগ্রাসী ব্যাটিং এবং দুর্ধর্ষ ফিল্ডিং এর কারণে একজন দক্ষ অলরাউন্ডারের তালিকায় নাম রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। স্পষ্ট হিটিং আর্ক, 3 নম্বর থেকে 7 নম্বর পজিশনের মধ্যে ব্যাট করার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারের। একজন ফিনিশার হিসেবেও দলকে জেতাতে পারেন গ্রিন। কাজেই সম্পূর্ণ না হলে বেশিরভাগ ক্ষেত্রে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন এই অজি ক্রিকেটার। সবচেয়ে বড় কথা এই প্লেয়ারের উপরেই নাকি নজর রয়েছে KKR এর।
অবশ্যই পড়ুন: ৫ লাখ হয়েছে ১০ লাখ, ১ মাসেই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে ৩২ পয়সার এই স্টক
গ্রিনের পরই রাসেলের বৈশিষ্ট্যর সাথে সামঞ্জস্যপূর্ণ এমন আরেকজন পেয়ার হলেন ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যাথু ফোর্ড। ক্যারিবিয়ানদের মধ্যে তিনি অন্যতম একজন সিম বোলিং অলরাউন্ডার। আন্দ্রের সমস্ত বৈশিষ্ট্যের সাথে ম্যাথুর বৈশিষ্ট্য না মিললেও ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই নিজের দানবীয় রূপ দেখাতে সক্ষম রাসেলের দেশের এই ক্রিকেটার। এছাড়াও সাউথ আফ্রিকার দক্ষ বা হাতি ব্যাটসম্যান তথা রাইট আর্ম মিডিয়াম পেসার ডেলানো পটগিটারও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন। আপাতত সূত্রের যা খবর, দিল্লি, পাঞ্জাব কিংস এমনকি চেন্নাইয়ের মতো দলও নিলাম থেকে এই প্লেয়ারকে কেনার জন্য দর হাঁকাতে পারে।