বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো বিরোধিতা, বিতর্ক, ঘোর সমালোচনার মাঝে এবার বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে কড়া সিদ্ধান্ত জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড। IPL 2026 নিলামে বাংলাদেশের এই খেলোয়াড়কে 9 কোটি 20 লাখ দিয়ে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যার কারণে বারবার কড়া ভাষায় কর্ণধার শাহরুখ খানকে আক্রমণ করেছেন হিন্দুত্ববাদীরা। এমতাবস্থায়, এবার খোদ BCCI জানিয়ে দিল মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে KKR-কে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়ে দিলেন।
তুমুল বিতর্কের মাঝে মুস্তাফিজুরকে ছেড়েই দিচ্ছে KKR
এর আগে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বয়কটের ডাক দিয়েছিলেন অনেকেই। কেউ কেউ তো আবার, ওপার বাংলার এই ক্রিকেটারকে কেনার জন্য IPL থেকে KKR কেই বয়কট করার দাবি জানিয়েছিলেন। যদিও প্রবল বিতর্কের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মুস্তাফিজুরকে এভাবে বয়কট করা যায় না। বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ভারত সরকার যে নীতি গ্রহণ করবে সেটাই মেনে চলবে বোর্ড।
অবশ্যই পড়ুন: সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভরসা পোস্ট অফিসের এই ৩ স্কিম
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে একেবারেই খুশি হননি ক্রিকেট মহলের একটা বড় অংশ। আর তারপর থেকেই মুস্তাফিজুরকে নিয়ে KKR কর্ণধার শাহরুখ খানকে আক্রমণ করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তেরও ব্যাপক সমালোচনা করতে থাকেন সকলে। ভারতের একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য থেকে শুরু করে বিজেপি নেতা, বাংলাদেশি কেনা নিয়ে শাহরুখের সমালোচনা করতে ছাড়েননি কেউই।
অবশ্যই পড়ুন: DA নিয়ে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে ফের নবান্ন অভিযান! বড় ঘোষণা কর্মীদের
সব মিলিয়ে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুরের উপস্থিতি নিয়ে যখন ভারতীয় ক্রিকেটে ঘোর অশান্তি ঠিক সেই আবহে BCCI এর তরফে একেবারে সাফ জানিয়ে দেওয়া হল, IPL খেলতে পারবেন না মুস্তাফিজুর। যত দ্রুত সম্ভব KKR কে তাঁকে ছেড়ে দিতে বলা হয়েছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত পালটা কোনও প্রতিক্রিয়া জানায়নি, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।