বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিলাম থেকে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। 9 কোটি 20 লাখের রেকর্ড দামে তাঁকে কিনে নিয়েও ধরে রাখতে পারল না কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে ঘটে চলা হিন্দু হত্যা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের জাতাকলে পড়ে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মেনেই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। এখন প্রশ্ন, IPL নিলামে বাংলাদেশির জন্য খরচ হওয়া ধার্য 9 কোটি 20 লাখ টাকা কী হবে? IPL এ একটিও বল না করেই পুরো অর্থ পেয়ে যাবেন ফিজ?
IPL না খেলেই 9 কোটি 20 লাখ পকেটে পুরবেন মুস্তাফিজুর?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম বলছে, নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি যখন একজন প্লেয়ারের জন্য দাম দিয়ে ফেলে, তখন থেকেই ওই অর্থ লক হয়ে যায়। অর্থাৎ ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে অন্য প্লেয়ার কেনা যাবে না বা সেটি অন্য কোথাও ব্যবহার করা যাবে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়মেই রয়েছে, নিলামের পর মরসুম শুরু হওয়ার আগেই খেলোয়াড়কে মোট দামের 15 শতাংশ অগ্রিম হিসেবে দিয়ে দেওয়া হয়। মুস্তাফিজুরের ক্ষেত্রেও সেটাই হয়েছে।
অবশ্যই পড়ুন: গম্ভীর কোচের পদ ছাড়লেই ২০২৬ এ টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন বিরাট কোহলি, বড় খবর
তবে প্রশ্ন থেকে যায়, 9 কোটি 20 লাখ টাকা কি ক্রিকেট না খেলেই পেয়ে যাবেন বাংলাদেশি খেলোয়াড়? নিয়ম বলছে, কোনও দল বা ফ্র্যাঞ্চাইজি যদি প্লেয়ারকে সিজন শুরুর আগেই ছেঁটে ফেলে কিংবা বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে নিলামে বিড করা চূড়ান্ত মূল্যের সবটাই তুলে দিতে হবে ক্রিকেটারের হাতে। কিন্তু মুস্তাফিজুরের ক্ষেত্রে সিদ্ধান্তটা KKR নেয়নি। ওপার বাংলার ক্রিকেটারকে IPL থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ভারতীয় বোর্ড। সেই মতোই, সিদ্ধান্ত নিয়েছে শাহরুখের দল। কাজেই ফিজের বিষয়টি এই মুহূর্তে ফোর্স মেজ্যুর অধীনে পড়ে।
অবশ্যই পড়ুন: বছরের অর্ধেক দিনই বন্ধ! দেখুন ২০২৬-র ব্যাঙ্কের ছুটির তালিকা
এর অর্থ, একটি ফ্রাঞ্চাইজি বা দল নিজে থেকে প্লেয়ারকে বাদ দেয়নি বরং ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারিভাবে গোটা বিষয় হস্তক্ষেপ করে ওই প্লেয়ারকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ক্ষেত্রে KKR মুস্তাফিজুরকে চুক্তির শর্ত অনুযায়ী অর্থ দিতে বাধ্য থাকবে না। মুস্তাফিজুরও যে ক্ষতিপূরণ দাবি করবেন সেই বিধান বা নির্দেশও আপত নেই। তবে মুস্তাফিজুরের জন্য রাখা অর্থ দিয়ে কলকাতা আগামীতে কোনও নতুন প্লেয়ার কিনতে পারবে কিনা সে কথা নিয়মে বলা নেই। বোর্ডও এ নিয়ে কিছুই জানায়নি।