IPL নিলামের আগেই মাস্টারস্ট্রোক KKR-র! দলে এলেন বিধ্বংসী বোলার

KKR New Bowling Coach Tim Southee Appointed for this position

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এ একেবারে কোমর বেঁধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের ব্যর্থতাকে ঢাকতে একের পর এক ক্রিকেট মহারথীদের দায়িত্বভার সঁপে দিচ্ছে তারা। গতকালই সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসনের নাম ঘোষণা করেছিল শাহরুখ খানের দল। এবার সেই পথ ধরেই নাইটদের বোলিং কোচ হলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি (KKR New Bowling Coach)। ইতিমধ্যেই KKR এর তরফে বোলিং কোচের পদে কিউই তারকার নাম ঘোষণা করা হয়েছে।

ভারত অরুণের পদে বসলেন সাউদি

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা শুভকর ছিল না কলকাতা নাইট রাইডার্সের পক্ষে। সে বছর প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের দেখানো পথে হেঁটে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে নতুন মরসুমে যাতে আর সেই ভুল না হয় সেজন্যই নিলাম এর আগে মন দিয়ে দল গুছিয়ে নিচ্ছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। সেই সূত্রে প্রথমেই প্রধান কোচ হিসেবে চেনা মুখ অভিষেক নায়ারকে দলে অন্তর্ভুক্ত করে KKR। পরে ওয়াটসন এবং সবশেষে বোলিং কোচ হিসেবে ভিড়লেন সাউদি।

বলাই বাহুল্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর কলকাতার বোলিং কোচের পদ ছেড়ে দেন ভারত অরুণ। যোগদান করেন সঞ্জীব গোয়েঙ্কার LSG তে। এরপর থেকেই নাইটদের বোলিং কোচের খোঁজ করছিল KKR ম্যানেজমেন্ট। সেই মতোই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ড কিংবদন্তিকে বোলিং কোচের দায়িত্ব দিল KKR। না বললেই নয়, কিছুদিন আগেই ইংল্যান্ড জাতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে।

অবশ্যই পড়ুন: বাভুমার বডি শেমিং, ভয়ঙ্কর অভিযোগ বুমরাহর বিরুদ্ধে! কী বলেছেন জসপ্রীত?

সাউদিকে দলে পেয়ে আনন্দিত KKR

দীর্ঘ জল্পনা কল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত চেনা মুখ টিম সাউদিকে দলে নিতে পেরে আনন্দিত কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে KKR এর CEO বেঙ্কি মাইসোর একেবারে খোলাখুলি জানিয়েছেন, “আমরা কলকাতা নাইট রাইডার্স পরিবারে সাউদিকে পেয়ে আনন্দিত। এবার কোচ হিসেবে ওকে পরীক্ষা দিতে হবে। আমাদের দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতে ওর অভিজ্ঞতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওর মধ্যে তরুণ খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।” IPL এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দায়িত্ব পেয়ে গর্বিত কিউই তারকাও।

Leave a Comment