IPL নিলামের আগেই KKR-র নজরে এই ৩ তুখোড় বোলার!

KKR Target Bowlers Kolkata Knight Riders May Buy These 3 bowlers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিটেনশন পর্ব পেরিয়ে এই মুহূর্তে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের অপেক্ষায় দলগুলি। সেই আসরে সবচেয়ে বেশি অর্থ নিয়ে প্লেয়ার কিনতে নামছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তবে তার আগে, বেশ কয়েকজন প্লেয়ারকে একপ্রকার টার্গেটে রেখেছে বেগুনি সোনালী ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘাম ছোটাতে বোলিং বিভাগে বিশেষ নজর দেবে KKR (KKR Target Bowlers)। মূলত সে কারণেই নিলাম থেকে কয়েকজন দক্ষ বোলার কিনতে পারে শহরের এই দল। শোনা যাচ্ছে, ভারতের এক এবং দুই বিদেশি বোলারকে টার্গেটে রেখেছে KKR।

এই তিন বোলার এখন KKR এর নজরে!

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতার কথা হৃদয়ে একেবারে গেঁথে রয়েছে নাইট ভক্তদের। IPL এর দীর্ঘ ইতিহাসে এমন ব্যর্থতা খুব কমই দেখেছে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গত বছর অজিঙ্কা রাহানের নেতৃত্বে একাধিক সহজ ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল KKR। যার জেরে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকে যাত্রা শেষ করতে হয়েছিল শাহরুখ জুহির দলকে। তবে এবার যাতে সেটা না হয় সে জন্যই সবদিক থেকে আঁটঘাট বেঁধে নিচ্ছে নাইট ম্যানেজমেন্ট।

বেশ কয়েকটি সূত্রের দাবি, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের বোলিং বিভাগের শক্তি বাড়াতে মহেন্দ্র সিং ধোনির দল থেকে বাদ পড়া লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে টার্গেটে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। মূলত দলের পেস বিভাগে নতুন মাত্রা জুড়তে CSK থেকে একপ্রকার বিতারিত এই প্লেয়ারকে নিলাম থেকে কিনতে বড় দর হাকাতে পারে কলকাতা। এরপরই নাইটদের নজরে রয়েছে ভারতের তারকা স্পিনার রবি বিষ্ণোই। সম্প্রতি সঞ্জীব গোয়েঙ্কার দলের রিটেনশন তালিকা থেকে বাদ পড়া এই প্লেয়ারকে নিয়ে ভাগ্য বদলাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। মূলত মিডল অর্ডারে উইকেট নেওয়ার দক্ষতা রয়েছে এই প্লেয়ারের। তাই তাঁকে দলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে কলকাতা।

অবশ্যই পড়ুন: কয়েকগুন বাড়তে পারে সিগারেটের দাম! তামাকজাত পণ্যের উপর হেভি সেস বসাতে চলেছে কেন্দ্র সরকার

এই দুই বোলার ছাড়াও এক বিদেশি বোলারকে দলে টানতে পারে শাহরুখ খানের দল। সবচেয়ে বড় কথা গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশের পাশাপাশি একাধিক পরিচিত মুখের সাথেই তারকা পেসার স্পেনসর জনসনকে ছেড়ে দেয় বেগুনি সোনালী ম্যানেজমেন্ট। ফলে সেই শূন্যস্থানে একজন দক্ষ বাঁহাতি বোলারকে বসাতে চাইছে কলকাতা। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, মিনি নিলামের আগেই ইংলিশ পেসার বলা ভাল অলরাউন্ডার রিস টপলিকে দলে টানতে পারে নাইট ম্যানেজমেন্ট।

Leave a Comment