IPL-র আগেই কলকাতার বুকে দাপট দেখালেন KKR পেসার, খুশির হাওয়া নাইট শিবিরে

Kolkata Knight Riders Pacer umran malik brilliant performance before IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্তাদের মুখের হাসি চওড়া করলেন জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিক। গত IPL সিজনের নিলাম থেকে তাঁকে দলে টেনে নিয়েছিল কলকাতা। তবে আচমকা চোটজনিত কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান তিনি। কিন্তু তাতেও ভারতীয় বোলারের উপর থেকে আস্থা হারায়নি KKR। নতুন মরসুমের জন্য তাঁকে রিটেইন করিয়ে নিয়েছে শাহরুখ খানের দল। এবার সেই প্লেয়ারই কলকাতার বুকে নিজের ক্ষমতা বোঝালেন।

IPL 2026 এর আগেই জ্বলে উঠলেন উমরান

কলকাতায় সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির গ্রুপ পর্বে খেলতে এসে নিজের দক্ষতা প্রদর্শন করলেন জম্মু ও কাশ্মীরের বোলার। বুধবার প্রথম ম্যাচে মহারাষ্ট্রের বিপক্ষে একার হাতে দুই উইকেট তোলেন এই নাইট পেসার। এখানেই শেষ নয়, পরবর্তীতে শুক্রবার দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে তিন উইকেট তুলে নেন উমরান। তাঁর হতেই আউট হয়েছিলেন নাইট শিবিরের সতীর্থ রিঙ্কু সিংও। বলাই বাহুল্য, এদিন প্রতিপক্ষের কাছে হারলেও উত্তরপ্রদেশের ভেঙে পড়া 6 উইকেটের মধ্যে তিনটি উইকেটে দখল জমিয়ে নাইট কর্তাদের মুখে হাসি ফুটিয়েছেন উমরান মালিক। তাতে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার একাদশের জায়গা হওয়ার দৌঁড়ে অনেকটাই এগিয়ে গেলেন এই ভারতীয়।

অবশ্যই পড়ুন: লোবেরার হাত ধরে এটাই হতে পারে মোহনবাগানের শক্তিশালী একাদশ, কারা জায়গা পাচ্ছেন?

উল্লেখ্য, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। মূলত সেজন্যই প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ, সবই বদলে ফেলেছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। ছেড়ে দেওয়া হয়েছে 10 জন প্লেয়ারকে। সেই সূত্রেই সবচেয়ে বেশি অর্থ (64.3 কোটি) বাঁচিয়ে রেখে আসন্ন ডিসেম্বরের নিলামে নামতে চলেছে KKR ফ্রাঞ্চাইজি।

Leave a Comment