বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই জানিয়েছিলেন বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি। সেই মতোই, শুক্রবার বিরাট কোহলিকে (Virat Kohli) রেখেই প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করলো দিল্লি। সেই দলের অধিনায়ক হলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। এখানেই শেষ নয়, দিল্লির তরফে প্রকাশিত নতুন দলে জায়গা পেয়েছেন 3 কোটিতে কলকাতা নাইট রাইডার্সে আসা অনামি ক্রিকেটারও। তাঁকে মূলত দ্বিতীয় উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে।
কোহলিদের সঙ্গেই খেলবেন KKR এর তেজস্বী?
দিল্লি ক্রিকেট সংস্থার গতকালের বিবৃতি অনুযায়ী, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ প্রথম দুই ম্যাচ খেলবেন। এছাড়াও ঈশান্ত শর্মা এবং নবদীপ সাইনিও প্রথম দুই ম্যাচে দলের অংশ হবেন। একই সাথে গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে ওঠা হর্ষিত রানাও খুব সম্ভবত ফাঁকা সময় বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলতে পারেন।
আপাতত যা খবর, 24 ডিসেম্বর থেকে আগামী 8 জানুয়ারি পর্যন্ত বিজয় হাজারেতে গ্রুপ পর্বের মোট 7টি ম্যাচ খেলবে দিল্লি। সেই ম্যাচের প্রথম দুটিতে বিরাট এবং পন্থকে পাওয়া গেলেও বাকি ম্যাচগুলিতে তাঁরা দলকে সঙ্গ দিতে পারবেন কিনা তা আপাতত নিশ্চিত নয়। কারণ, আগামী 11 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করবে ভারত। তার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে এই দুই প্লেয়ারকে। ফলে বিজয় হাজারের বাকি ম্যাচগুলিতে দিল্লি দলে তাঁরা থাকবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না।
সবচেয়ে বড় কথা, কলকাতা নাইট রাইডার্স দলে আসা 3 কোটির প্লেয়ার তেজস্বী সিংও রয়েছেন কোহলিদের দলে। তাঁকে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে রেখেছে দিল্লি ক্রিকেট সংস্থা। তবে কোহলিদের সাথে প্রথম দুই ম্যাচের একাদশে এই নাইটের জায়গা হবে কিনা তা নিয়ে আপাতত মুখ খোলেনি দিল্লি। তবে সূত্র বলছে, যেহেতু দ্বিতীয় উইকেট কিপার হিসেবে জায়গা পেয়েছেন কাজেই পরবর্তী ম্যাচগুলিতে প্রয়োজন হলে তাঁকে নামানো হতে পারে।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে দিপু দাস খুনের ঘটনায় গ্রেফতার ৭, জানালেন মহম্মদ ইউনূস
বলা বাহুল্য, কোহলিদের দলের সহ অধিনায়ক করা হয়েছে আয়ুষ বাদোনিকে। অন্যদিকে অর্পিত রানা, নীতিশ রানা সার্থক রঞ্জন থেকে শুরু করে দিবিজ মোহর, প্রিয়াংশ আর্য এবং যশ ধুলরাও জায়গা পেয়েছেন দলে। সেই সাথে বোলিং বিভাগে রয়েছেন প্রিন্স যাদব, সিমরজিৎ সিং, বৈভব কান্ডপাল, হৃতিক এবং হর্ষ ত্যাগীরা।