বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার তাই হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে বড় কীর্তি গড়ে ফেললেন কলকাতা নাইট রাইডার্স দলের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। গতকাল প্রোটিয়াদের বিরুদ্ধে 4 ওভার বল করে মাত্র 11 রান দিয়ে দুই উইকেট তুলেছিলেন নাইট তারকা। আর সেই সূত্র ধরেই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে বড় কাণ্ড ঘটালেন চক্রবর্তী। আসলে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নেওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 50 উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ স্পিনার বরুণ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 50 উইকেট সম্পূর্ণ করলেন বরুণ
গতকাল টস জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই সূত্র ধরেই প্রতিপক্ষের সামনে নিজেদের কব্জির জোর দেখানোর সুযোগ পেয়েছিলেন টিম ইন্ডিয়ার বোলার। আর সেখানেই এক ওভারে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডোনোভান ফেরেইরাকে আউট করেন বরুণ। আর এই প্রথম উইকেটেই আন্তর্জাতিক 20 ওভারের ক্রিকেটে 50 উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন ভারতীয় তারকা।
বলা বাহুল্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত 50 বা তারও বেশি উইকেট তুলেছেন এমন 12 জন ভারতীয় রয়েছেন। যাদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে 50 উইকেট পূরণ করেছেন কুলদীপ যাদব। 30 ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এবার 32 ম্যাচে 50 তম উইকেট ভেঙে কুলদীপের পরই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন চক্রবর্তীও। এছাড়াও 33 ম্যাচ নিয়ে 50 উইকেট ভেঙে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অর্শদীপ সিং। তবে যদি শুধু স্পিনারদের কথা বলা হয় সেক্ষেত্রে দ্রুততম 50টি টি-টোয়েন্টি উইকেট নেওয়ার ক্ষেত্রে 4 নম্বর স্পিনার হয়ে উঠলেন বরুণ।
অবশ্যই পড়ুন: চলতি টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলি আর খেলবেন না বুমরাহ? BCCI-র বড় আপডেট
উল্লেখ্য, রবিবার ভারতীয় বোলারদের বলের ঘায়ে একেবারে কুপোকাত হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। নিঃশ্বাস চেপে লড়েও টিম ইন্ডিয়ার বোলিংয়ের সামনে রুখে দাঁড়াতে পারছিল না প্রতিপক্ষ। তাতে শেষ পর্যন্ত 117 রান তুলে আত্মসমর্পণ করে দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ের আগে লক্ষ্য পূরণ করে 7 উইকেটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।