IPL-র আগেই ধাক্কা! দলে জায়গা হারালেন KKR পেসার

Kolkata Knight Riders Pacer left out of Jammu and Kashmir ranji squad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা দীর্ঘ সময় চোট নিয়েই দিন কাটিয়েছেন তিনি। যার কারণে কলকাতার (Kolkata Knight Riders) হয়েও গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝাঁপিয়ে পড়তে পারেননি জম্মু ও কাশ্মীরের পেসার উমরান মালিক। যদিও চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন তিনি। নিজ দল জম্মু ও কাশ্মীরের হয়ে শেষ 5 ম্যাচে বল হাতে মাটি কাপানো পারফরমেন্স দেখিয়েছিলেন মালিক। কিন্তু তা সত্ত্বেও বিজয় হাজারে ট্রফির জম্মু ও কাশ্মীর স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। এবার জায়গা হল না রঞ্জি ট্রফির প্রস্তুতি শিবিরেও। এক কথায়, রঞ্জির দল থেকে তাঁকে আপাতত পুরোপুরিই ছেঁটে ফেলল জম্মু ও কাশ্মীর।

কেন বাদ পড়লেন উমরান?

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোটের কারণে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি জম্মু ও কাশ্মীরের এই দাপুটে বোলার। কিন্তু তা সত্ত্বেও আসন্ন সিজনের জন্য এই ভারতীয়র উপর ভরসা রেখেছে KKR ম্যানেজমেন্ট। গত 15 নভেম্বর তাঁকে রিটেইন করে নেওয়ার পর সেই দাম রেখেছিলেন মালিক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে নেমেই 140-150 কিমি গতিতে বল ছুঁড়ে নিজের ক্ষমতা বুঝিয়েছিলেন উমরান।

অবশ্যই পড়ুন: কলকাতা বাদে ভারতেরই অন্য শহরে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল? জানাল BCB

না বললেই নয়, জম্মু ও কাশ্মীর দলের হয়ে মুস্তাক আলিতে 5 ম্যাচ খেলে 6টি উইকেট তুলে নিয়েছিলেন নাইট তারকা। তবে এত ভাল ছন্দে থাকা সত্ত্বেও বিজয় হাজারে ট্রফির দলে জায়গা পাননি তিনি। এবার বাদ পড়লেন রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বের স্কোয়াড থেকেও। কিন্তু কেন? এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, উমরানের বদলে অন্য বোলারদের উপর ভরসা রাখছে জম্মু ও কাশ্মীরের ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই ধাক্কা টিম ইন্ডিয়ায়! চোট পেয়ে বাদ ঋষভ পন্থ

উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি রঞ্জি ট্রফি টুর্নামেন্টে পুদুচেরির বিরুদ্ধে মাঠে নামবে জম্মু ও কাশ্মীর। এরপর 29 তারিখ ম্যাচ রয়েছে হিমাচল প্রদেশের বিরুদ্ধে। প্রাথমিক পর্ব শেষ হলে নকআউট পর্বের খেলা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। বলে রাখি, এই মুহূর্তে রঞ্জির D গ্রুপে থাকা জম্মু ও কাশ্মীর দল 22 জানুয়ারির ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী 16 জানুয়ারি চেন্নাইতে একত্রিত হওয়ার কথা রয়েছে দলটির সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের।

Leave a Comment