বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এতদিন খবর ছিল, বিক্রি হয়ে যাবে বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার সেই তালিকায় জুড়ল আরও এক বড় IPL দলের নাম (IPL Team To Sell)। বর্তমানে, বিক্রির প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়ে গিয়েছে RCB র। আর ঠিক সেই আবহে এবার শোনা যাচ্ছে বেঙ্গালুরুর পথেই হাঁটতে চলেছে সঞ্জু স্যামসনের প্রাক্তন দল রাজস্থান রয়্যালস। বিস্ফোরক দাবি করে বসলেন দেশের বড় শিল্পপতি CEAT টায়ার সংস্থার মালিক হর্ষ গোয়েঙ্কা।
ভারতীয় শিল্পপতির বড় দাবি
রাজস্থান রয়্যালস যে বিক্রি হয়ে যেতে পারে সেই ধারণাই ছিল না ভারতীয় ক্রিকেট মহলে। তবে বৃহস্পতিবার থেকে RCB র পাশাপাশি রাজস্থানের বিক্রি হয়ে যাওয়ার জল্পনা বেড়েছে নেট মহলে। আসলে মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ব্যবসা থেকে রাজনীতি এমনকি খেলাধুলার বিষয়ে নানান পোস্ট করে থাকেন ভারতীয় শিল্পপতি তথা CEAT টায়ার সংস্থার মালিক হর্ষ গোয়েঙ্কা। তাঁর আরও একটি পরিচয় রয়েছে, তিনি লখনউ সুপার জায়ান্টস দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার দাদা।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনিই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেই পোস্টে হর্ষ একেবারে সরাসরি লিখেছেন, “শুনতে পেলাম একটি নয় একেবারে দুটি IPL দল নাকি বিক্রি হতে চলেছে! RCB এবং RR এখন নতুন মালিকের অপেক্ষায়। কোটি কোটি টাকার ভ্যালুয়েশন কিনতে 4/5 জন সম্ভাব্য ক্রেতা প্রস্তুত। তবে শেষ পর্যন্ত কারা এই দুই শক্তিশালী দলের মালিক হবেন- পুনে, আহমেদাবাদ, মুম্বই নাকি আমেরিকার কেউ?” ভারতীয় শিল্পপতির আচমকা এমন পোস্ট কার্যত চমকে দিয়েছে সকলকে।
I hear, not one, but two IPL teams are now up for sale- RCB and RR. It seems clear that people want to cash in the rich valuations today. So two teams for sale and 4/5 possible buyers! Who will be the successful buyers- will it be from Pune, Ahmedabad, Mumbai, Bengaluru or USA?
— Harsh Goenka (@hvgoenka) November 27, 2025
অবশ্যই পড়ুন: হাতে মাত্র ২ দিন, এই কাজ না করলে বন্ধ হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!
সত্যিই কি বিক্রি হতে চলেছে RR?
এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের মালিকানা কোনও একজন নির্দিষ্ট ব্যক্তির হাতে নেই। দলটির বর্তমান মালিক রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানি। যেখানে বড় অংশীদার রয়েছে ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী মনোজ বাদালের। তাছাড়াও আমেরিকার জনপ্রিয় ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড ক্যাপিটালও হিসেবে এই দলের অংশীদার। যদিও সঞ্জীবের দাদার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে একথা স্পষ্ট নয় যে রাজস্থান রয়্যালসের বর্তমান মালিকানাধীন সংস্থা দলটির সম্পূর্ণ নাকি কিছু অংশ বিক্রি করবে। এ নিয়ে বৈভব সূর্যবংশীদের দলের তরফেও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।