বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও ঢের দেরি। আর তার আগেই বড় দায়িত্ব পেলেন কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। ESPN এর রিপোর্ট অনুযায়ী, প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হলেন নাইট শিবিরের এই তারকা ক্রিকেটার। জানা গিয়েছে, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক করা হয়েছে তাঁকে (Varun Chakaravarthy Became Captain)। এর আগে এই দায়িত্বে ছিলেন শাহরুখ খান। অন্যদিকে তামিলনাড়ু দলে বরুণের সহযোগী অর্থাৎ সহ অধিনায়ক করা হয়েছে নারায়ণ জগদীশনকে।
ফর্ম দেখেই বরুণের উপর ভরসা রাখল তামিলনাড়ুর ম্যানেজমেন্ট
সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় ক্রিকেটে অভিষেক হওয়ার পর একেবারে দাপিয়ে খেলেছেন দক্ষিণী ক্রিকেটার বরুন চক্রবর্তী। ভারতীয় টি-টোয়েন্টি ও একদিনের দলে জায়গা পাওয়ার পর নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন এই KKR তারকা। নাইট শিবিরের অংশ হয়েও বিগত IPL সিজনগুলিতেও কব্জির জোর খাটিয়ে রহস্যময় স্পিনারের তকমা ছিনিয়ে নিয়েছেন তিনি। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, মূলত বরুণের উজ্জল ক্রিকেট কেরিয়ার এবং সাম্প্রতিক ফর্ম দেখেই তাঁকে গোটা দলের দায়িত্ব সঁপে দিল তামিলনাড়ুর ম্যানেজমেন্ট।
বলাই বাহুল্য, এবারের মুস্তাক আলি ট্রফিতে রাজস্থান, দিল্লি, ত্রিপুরা, উত্তরাখণ্ড, ঝাড়খন্ড এবং সৌরাষ্ট্রের সাথেই গ্রুপ ডি তে জায়গা হয়েছে তামিলনাড়ুও। কাজেই একই গ্রুপে থাকা দলগুলির বিরুদ্ধে গ্রুপ পড়বে খেলতে হবে বরুণদের। তবে সেই লড়াইয়ের শুরুটা করতে হবে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই। এখন দেখার অধিনায়ক হিসেবে সেই আসরে তামিলনাড়ুকে কতটা সাফল্য পাইয়ে দিতে পারেন নাইট তারকা।
অবশ্যই পড়ুন: ১৫ বছরে করতে পারেননি দক্ষিণ আফ্রিকার কেউ, ইডেনে সেটাই করে দেখালেন টেম্বা বাভুমা
প্রসঙ্গত, আগামীকাল নিয়ম মেনে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করবে IPL দলগুলি। সেই মতোই অন্যান্যদের পাশাপাশি একেবারে শেষ পর্বের প্রস্তুতিতে ব্যস্ত KKR ও। শনিবারই জানা যাবে, কোন প্লেয়ারদের ধরে রাখল শাহরুখ খানের দল। তবে সেই ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় বরুণের নামটা যে প্রথম দিকেই থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে সেই সম্ভাবনায় নতুন পালক জুড়ল তামিলনাড়ু দলে চক্রবর্তীর অধিনায়কের পদ।