IPL-র আগেই বিরাট সমস্যায় কোহলির RCB!

Royal Challengers Bengaluru Is in huge tension with four cricketers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ডিসেম্বরেই মিটেছে নিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি টিমই দল গঠনের জন্য যাবতীয় যা করার করে নিয়েছে। এখন অপেক্ষা শুধু 11 জনকে নিয়ে মাঠে নেমে পড়ার। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে IPL 2026। আর তার ঠিক আগেই বড় ধাক্কা খেলো গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। 4 গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের কারণে সিজন শুরুর আগেই চাপে বিরাট কোহলির দল।

IPL এর আগেই বড় সমস্যায় RCB

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ 18টা বছরের অপেক্ষা শেষ হয়েছিল। প্রথমবারের মতো IPL ট্রফি জিতেছিল RCB। এ বছরেও সেই লক্ষ্য নিয়েই নামবে বিরাটের দল। কিন্তু তার আগে চিন্তা বাড়িয়েছে বেঙ্গালুরুর 4 গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট। হ্যাঁ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 4 জন তারকা ক্রিকেটার ফিল সল্ট, রজত পাতিদার, টিম ডেভিড এমনকি জশ হ্যাজলউড পর্যন্ত চোট আঘাতে ভুগছেন। এই চারজন খেলোয়াড়ই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বড় প্রাণশক্তি।

অবশ্যই পড়ুন: মুস্তাফিজের বিকল্প হিসেবে KKR-র তালিকায় এই ৮ বোলার

না বললেই নয়, পিঠের চোটের কারণে ইন্টারন্যাশনাল লিগ T20 বাছাই পর্বের ম্যাচ থেকে বাদ পড়তে হয়েছিল RCB তারকা ফিল সল্টকে। এবার সেই চোট চিন্তা বাড়িয়েছে বেঙ্গলুরুরও। তালিকায় রয়েছেন অধিনায়ক তথা মিডিল অর্ডার ব্যাটসম্যান রজত পাতিদারও। কিছুদিন আগেই বিজয় হাজারে ট্রফিতে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে পাতিদারের চোট কতটা গুরুতর তা জানা না গেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে এহেন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোট যন্ত্রণা চিন্তা বাড়িয়েছে RCB ম্যানেজমেন্টের।

অবশ্যই পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ দল, বিরাট সিদ্ধান্ত BCB-র! রিপোর্ট

অন্যদিকে বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে চোট লেগেছে টিম ডেভিডের। এই চোটের কারণে যেমন অস্ট্রেলিয়ার চিন্তা বেড়েছে তেমনই চিন্তা বেড়েছে বেঙ্গালুরু দলেরও। অস্ট্রেলিয়ার আরেক তারকা পেসার জশ হ্যাজলউড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেস অ্যাটাকের প্রধান শক্তি। তিনিই বর্তমানে চোটে ভুগছেন। গত বছরের নভেম্বর থেকে জোটের সাথে লড়াই করছেন এই অজি পেসার। যদিও অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে তা হলেও চোট জর্জরিত দল নিয়ে মাথা ব্যথা বেড়েছে বিরাট কোহলিদের ম্যানেজমেন্টের।

Leave a Comment