IPL-র এই দলের প্রধান কোচ হতে পারেন সৌরভ গাঙ্গুলি!

Sourav Ganguly IPL Head Coach he may take DC Head Coach position from 2027 IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় দায়িত্বে দেখা মিলতে পারে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly IPL Head Coach)। এই মুহূর্তে ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, 2027 IPL সিজনে একটি বড় দলের প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে মহারাজকে। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের আসনে বসে যেতে পারেন বর্তমান CAB সভাপতি।

DC র প্রধান কোচ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন দাদা নিজেই

টাইমস নাও এর এক প্রতিবেদন অনুযায়ী, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে 14 মার্চ থেকে। এদিকে লোধা কমিটির নিয়ম অনুযায়ী, সে বছরই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতির দায়িত্ব শেষ হবে সৌরভের। মনে করা হচ্ছে তার আগেই, মিনি নিলাম পর্বেই দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরে নামতে পারেন গাঙ্গুলি। যদিও এ প্রসঙ্গে খোলাখুলি ভাবে এখনও পর্যন্ত কিছুই জানান নিই দাদা। তবে এর আগে মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ জানিয়েছিলেন, দিল্লি ক্যাপিটালসের সাথে জুড়ে থাকতে পেরে তিনি খুব আনন্দিত। মহিলাদের প্রিমিয়ার লিগের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। আগের সিজনে দায়িত্ব পালন করেছেন। দল গঠন থেকে শুরু করে নিলামের পরিকল্পনা এমনকি ক্রিকেটারদের পারফরমেন্স সবদিকেই নজর রেখেছিলেন।

এদিন সৌরভকে বলতে শোনা যায়, “2019-20 মরসুমে দিল্লির হয়ে কাজ করেছিলাম। এরপর আবার 2023 এ এই দলটার সাথে যুক্ত হয়ে যাই। মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকার কারণে এই দলের সাথে বেশ কয়েক বছর যুক্ত থাকতে পারেনি। তবে সেই মেয়াদ শেষ হওয়ার পর আবার সক্রিয়ভাবে কাজ শুরু করেছি। 2019 এ পার্থ জিন্দাল ফ্রাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার পর থেকে আমার দায়িত্ব বেড়েছে। নানান ভূমিকায় কাজ করেছি।” এদিন দাদা একেবারে কথায় কথায় বুঝিয়ে দেন, আগামী বছরগুলিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লির সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকবেন তিনি। নিজের পুরো সময়টাই দেবেন এই দলকে। সব ঠিক থাকলে বড় ভূমিকায়ও দেখা যেতে পারে তাঁকে!

অবশ্যই পড়ুন: আগামীকাল থেকেই বদলে যাচ্ছে FASTag এর নিয়ম! না জানলে গুনতে হবে দ্বিগুণ টাকা

উল্লেখ্য, এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে রয়েছে জিএমআর গোষ্ঠীর কাছে। তবে আগামী 2027 সিজন থেকে ফের দায়িত্ব পাবে পার্থ জিন্দালের জেএসডাব্লিউ। বর্তমানে তারা সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের দায়িত্বে। সেই সূত্রেই দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রেটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ রয়েছেন সৌরভ। মনে করা হচ্ছে, 2027 এ এই সংস্থার হাতে DC র দায়িত্ব যেতেই প্রধান কোচ করা হবে সৌরভকেই!

Leave a Comment