IPL-র পর প্রথমবার কোনও দলে জায়গা পেলেন শামি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট, রিহ্যাব ও প্রত্যাবর্তন। এই তিন শব্দের সাথে মহম্মদ শামির নামটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর গুরুতর চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তারকা পেসার।

তবে শুধুই টিম ইন্ডিয়া নয়, চোটকে কারণ করেই ভারতীয় দল, বলা ভাল গোটা 22 গজ থেকেই সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে অস্ত্রোপচার এবং রিহ্যাব শেষে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয় ভারতের অভিজ্ঞ পেসারের। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতেও দাপট দেখিয়ে ভারতকে বিশ্বজয়ী করেছেন তিনি।

কিন্তু তা সত্ত্বেও জায়গা হয়নি ইংল্যান্ড সফরে। ফলত, দীর্ঘদিন ধরেই পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি আলাদাভাবে নিজেকে প্রস্তুত করেছেন ভারতীয় তারকা। আর এসবের মাঝেই এবার, নতুন মরসুমের জন্য ঘোষিত বাংলা দলে জায়গা পেলেন শামি।

ফের বাংলা দলে মহম্মদ শামি

সদ্য নতুন মরসুমের জন্য দল ঘোষণা করেছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই 50 সদস্যের বাংলা দলের তালিকায় জায়গা হয়েছে ভারতের তারকা পেসার মহম্মদ শামির। বলা বাহুল্য, দীর্ঘ সময় চোট যন্ত্রণা নিয়ে মাঠের বাইরে থাকার পর শেষমেশ চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষ্যে ভারতীয় দলে জায়গা হয়েছিল শামির। তবে সেই পর্ব মিটতেই মূলত ফিটনেস জনিত একাধিক সমস্যাকে সামনে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা পাননি ভারতীয় তারকা।

কাজেই আফসোসটা ছিল প্রথম থেকেই। তাই নিজের মতোই অনুশীলন সাড়ছিলেন টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ। তবে অবশেষ সুখবর দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাংলা বোর্ডের সিদ্ধান্তে নতুন মরসুমের জন্য ফের বাংলার দলে জায়গা পেলেন শামি।

অবশ্যই পড়ুন: টুর্নামেন্ট শুরুর আগেই বড় চমক! দর্শকদের বিনামূল্যে টিকিট বিতরণের সিদ্ধান্ত নিল ডুরান্ড কমিটি

প্রসঙ্গত, মহম্মদ শামি ছাড়াও নতুন বাংলা দলে জায়গা পেয়েছেন অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শুভম চট্টোপাধ্যায়, মুকেশ কুমারের মতো ক্রিকেটাররা।

Mohammed Shami

Leave a Comment