IPL 2026 এর নিলামে KKR-র নজরে থাকতে পারেন এই ৪ প্লেয়ার

Kolkata Knight Riders, IPL 2026, Prithvi Shaw,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী 13-15 ডিসেম্বরের মধ্যে দেশের মাটিতেই গড়াবে IPL এর অকশন। তার আগে 15 নভেম্বর IPL দলগুলি তাদের রিটেইন তালিকা প্রকাশ করবে। আর তারপরই নিলামের প্রস্তুতি শুরু করে দেবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সহ বাকি দলগুলি। একাধিক রিপোর্ট অনুযায়ী, এ বছরের নিলামে KKR এর নজরে থাকতে পারে 4 ক্রিকেটার। কারা তাঁরা?

নিলামে এই 4 প্লেয়ারে নজর থাকবে KKR এর

সঞ্জু স্যামসন

ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সঞ্জু স্যামসন RR থেকে বেরিয়ে আসার জন্য ম্যানেজমেন্টের কাছে অনুরোধ রেখেছেন। সূত্র বলছে, সেই অনুরোধ গৃহীত হলে আগামী নিলামে IPL 2026 এর জন্য সঞ্জু স্যামসনকে অধিনায়ক হিসেবে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। মূলত ভারতীয় ক্রিকেটারের নেতৃত্ব দেওয়ার দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা, উইকেট কিপিংয়ের ক্ষমতা এবং দুর্দান্ত ফর্মকে সামনে রেখে তাঁকে নিলামে গুরুত্ব দিতে পারে KKR। একটি সূত্র দাবি করছে, সব ঠিক থাকলে সঞ্জুকে অধিনায়ক হিসেবে সই করাবে কলকাতা।

ক্যামেরন গ্রিন

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের পরিবর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে সই করানোর চেষ্টা করবে কলকাতা। সূত্রের দাবি, ইতিমধ্যেই নাকি এই অজি তারকা KKR এর রাডারে রয়েছেন। বলে রাখি, এই অস্ট্রেলিয়ান সুপারস্টার ইতিমধ্যেই RCB এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ কাঁপিয়েছেন। গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জুড়ে, ক্যামেরন রান করেছেন 707। একই সাথে উইকেট রয়েছে 29টি। মনে করা হচ্ছে, KKR যদি ভেঙ্কটেশ আইয়ার এবং এনরিখ নরকিয়াকে ছেড়ে দেয় তবে ওই দামে ক্যামেরন সহ আরও দু একজন ক্রিকেটারকে সই করিয়ে নিতে পারবে তারা।

লুক উড

নিজেদের পেস আক্রমণকে শক্তিশালী করতে ইংল্যান্ডের তারকা পেসার লুক উডকে নজরে রাখতে পারে KKR। বলে রাখি, এখনও পর্যন্ত ঘরে বাইরে মোট 199টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে 210টি উইকেট ভেঙেছেন উড। পাকিস্তান সুপার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং বিবিএলের মতো শীর্ষ লিগগুলিতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংল্যান্ড তারকার। মনে করা হচ্ছে, স্পেনসর জনসনের পরিবর্তে এই ডান হাতি ফাস্ট বোলারকে দলে নিয়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইবে কলকাতা।

অবশ্যই পড়ুন: প্রায় ৭,০০০ কোটির চুক্তি! চিনের সৌর বাজারে প্রবেশ ভারতের

পৃথ্বী শ

গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিক্রিত ছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। রিপোর্ট বলছে, দীর্ঘদিন ভারতীয় দলে উপেক্ষিত এই ক্রিকেটারের উপর নজর থাকবে KKR এর। সম্প্রতি বুচি বাবু টুর্নামেন্ট এবং অন্যান্য স্থানীয় প্রতিযোগিতায় ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সহ একাধিক রেকর্ড ভেঙেছেন পৃথ্বী। মূলত সে কারণেই এবার এই তরুণ ক্রিকেটারকে দলে নিয়ে কামাল দেখাতে চাইবে শাহরুখের দল। বলে রাখি, বছর 25 এর এই ভারতীয় ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বসাকুল্য 1,892 রান করেছেন। বিশেষত পাওয়ার প্লেতে বড় রান খাড়া করার যোগ্যতা রয়েছে তাঁর।

Leave a Comment