IPL 2026-এ এই একাদশই হতে পারে ধোনির CSK-র ব্রহ্মাস্ত্র

CSK Strongest Playing XI IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত 16 ডিসেম্বর, 43 কোটি 40 লাখ টাকা দিয়ে দেশি-বিদেশি পছন্দসই প্লেয়ারদের কিনে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তবে চেন্নাইয়ের সবচেয়ে পছন্দের খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁকেই 25 কোটি 20 লাখের রেকর্ড প্রাইসে কিনে নেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তাতে মন ভাঙে CSK ফ্রাঞ্চাইজির। যদিও পরবর্তীতে দুই অনামি ভারতীয় ক্রিকেটারকে 14 কোটি 20 লাখ টাকা করে কিনে সকলকে চমকে দিয়েছিল চেন্নাই। এছাড়াও আকিল হোসেন, ম্যাট হেনরি, ম্যাথু শর্ট এর মতো প্লেয়ারকে কিনে শক্তিশালী দল গড়ে তুলেছে তারা। এখন প্রশ্ন, প্রতিপক্ষ দলগুলিকে শায়েস্তা করতে কেমন হবে CSK-র সেরা একাদশ (CSK Strongest Playing XI)?

কাদের কত টাকায় কিনলো চেন্নাই সুপার কিংস?

প্রথম প্লেয়ার: আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)

দাম: 2 কোটি টাকা

 

দ্বিতীয় প্লেয়ার: প্রশান্ত বীর (ভারতীয়)

দাম: 14 কোটি 20 লাখ টাকা

 

তৃতীয় প্লেয়ার: কার্তিক শর্মা (ভারতীয়)

দাম: 14 কোটি 20 লাখ টাকা

 

চতুর্থ প্লেয়ার: ম্যাথিউ শর্ট (অস্ট্রেলিয়া)

দাম: 1.5 কোটি টাক

 

পঞ্চম প্লেয়ার: আমান খান (ভারতীয়)

দাম: 40 লাখ টাকা

 

ষষ্ঠ প্লেয়ার: সরফরাজ খান (ভারতীয়)

দাম: 75 লাখ টাকা।

 

সপ্তম প্লেয়ার: ম্যাট হেনরি

দাম: 2 কোটি টাকা

 

অষ্টম প্লেয়ার: রাহুল চাহার (ভারতীয়)

দাম: 5 কোটি 20 লাখ টাকা

আরও পড়ুনঃ কোনও বিনিয়োগ ছাড়াই মাসে মিলবে ৭০০০, মহিলাদের জন্য দারুণ স্কিম LIC-র

নবম প্লেয়ার: জাকারি গ্লেন ফাউলকস (নিউজিল্যান্ড)

দাম: 75 লাখ টাকা

কাদের ধরে রেখেছে CSK?

গত 15 নভেম্বর রিটেনশন তালিকা প্রকাশ করে একাধিক পুরনো সঙ্গীকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। আসন্ন সিজনে ঘুরে দাঁড়াতে নতুন পুরাতনের সংমিশ্রণে মাঠে কামাল দেখাবে ধোনির চেন্নাই। বলে রাখি, গত মাসে চেন্নাই সুপার কিংসের ধরে রাখা প্লেয়ারদের তালিকায় নাম রয়েছে অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড়, আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, উরভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অংশুল কম্বোজ, গুরুজাপনীত সিং, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী এবং নাথান এলিসের।

অবশ্যই পড়ুন: ২০২৬ T20 বিশ্বকাপে ক্ষমতা দেখাবে ভারত! কেমন হবে সূর্যদের প্রথম একাদশ?

IPL 2026 এর জন্য CSK র সেরা একাদশ কেমন হতে পারে?

আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, প্রশান্ত বীর, মহেন্দ্র সিং ধোনি, ম্যাট হেনরি, নূর আহমেদ, খলিল আহমেদ এবং নাথান এলিস।

Leave a Comment