বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের (IPL 2026 Auction) চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন 350 জন ক্রিকেটার। এবার সেই তালিকায় ঢুকে পড়েছে আরও 9 জনের নাম। তবে অবাক করা বিষয়, প্রাথমিক তালিকায় থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু পুরনো প্লেয়ার তথা কলকাতা নাইট রাইডার্স প্রাক্তনী সাকিব আল হাসান জায়গা পাননি IPL 2026 নিলামের চূড়ান্ত তালিকায়। আর এর পরই প্রশ্ন উঠছে তাহলে কি IPL কেরিয়ার শেষের পথে এই KKR প্রাক্তনীর?
IPL কেরিয়ার শেষ হয়ে যেতে পারে প্রাক্তন KKR স্টারের?
প্রাথমিকভাবে আসন্ন IPL 2026 মিনি নিলামের জন্য তালিকায় জমা পড়েছিল 1400 জন ক্রিকেটারের নাম। তবে এত জন ক্রিকেটারকে নিয়ে নিলাম আয়োজন সম্ভব নয়। মূলত সে কারণেই যোগ্যতার ভিত্তিতে 1005 জন প্লেয়ারের নাম বাদ দিয়ে শেষ পর্যন্ত 350 জন দেশি এবং বিদেশি প্লেয়ার মিলিয়ে তালিকা চূড়ান্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং IPL কতৃপক্ষ।
পরবর্তীতে সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে 9 জনের নাম। সেই মতোই, আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে শুরু হবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। তবে এসবের মাঝেই চিন্তা বাড়িয়েছে, প্রাক্তন KKR তারকার বাদ পড়া। বাংলাদেশের 7 প্লেয়ার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ঠিকই, তবে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি অভিজ্ঞ ক্রিকেটার তথা KKR এ খেলা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। আশা করা হয়েছিল, গতবার অবিক্রিত থাকলেও এ বছর একেবারে শেষ মুহূর্তে নিলামে নাম উঠে যেতে পারে সাকিবের। কিন্তু সেটা না হওয়ায় এবার আশঙ্কা বাড়ছে হয়তো IPL কেরিয়ার শেষ হয়ে যেতে পারে শাহরুখ খানের দলের প্রাক্তন তারকার।
অবশ্যই পড়ুন: নো বল করেও লিখলেন ইতিহাস? প্রথম ভারতীয় বোলার হিসেবে বড় কাণ্ড ঘটালেন বুমরাহ
উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামের প্লেয়ার তালিকায় প্রথম দিকে নাম ছিল না KKR থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডিককের। তবে সম্প্রতি ভারতের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার কারণে একটি ফ্রাঞ্চাইজি তাঁর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানায়। আর সেই বিশেষ অনুরোধের ভিত্তিতেই 1 কোটি টাকার বেস প্রাইসে IPL 2026 এর মিনি নিলামে জায়গা করে নিয়েছেন ডিকক।