বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতে আর মাত্র কিছুদিন। আগামী 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসবে IPL 2026 এর মিনি নিলাম (IPL 2026 Auction)। সেই মতোই রিটেনশন পর্ব পেরিয়ে দল গোছানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স সহ বাকিরা। এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামছে শাহরুখ খানের দল। তাঁদের হাতে এই মুহূর্তে 64.3 কোটি টাকা বেঁচে রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম অর্থ নিয়ে নিলাম টেবিলে বসতে পারে আম্বানির ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। তাঁদের হাতে আছে মাত্র 2.75 কোটি। সব মিলিয়ে, IPL 2026 এর আগে শক্তিশালী দল গোছাতে পুরোপুরি তৈরি প্রত্যেকে। এমতাবস্থায় বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, এমন 4 প্লেয়ার রয়েছে যারা নিলামের আগেই ট্রেড উইন্ডোতে বিক্রি হয়ে যেতে পারেন।
নিলামের আগেই দল খুঁজে নেবেন এই চার প্লেয়ার!
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিটেনশনের আগেই রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেনের বিনিময়ে রাজস্থান থেকে তারকা উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সঞ্জুর ট্রেডের পাশাপাশি আসন্ন মরসুমের প্রথম ট্রেড হিসেবে সঞ্জীব গোয়েঙ্কার দল LSG থেকে শার্দুল ঠাকুরকে ট্রেড করে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাছাড়াও 10 কোটি টাকার বিনিময়ে নিলামের আগেই বাংলার পেসার মহম্মদ শামিকে 10 কোটিতে কিনেছে LSG। এবার সেই সূত্র ধরেই দিলাম এর আগে আরও 4 প্লেয়ারকে ট্রেড করে নিতে পারে দলগুলি।
নিলামের আগে ট্রেড হতে যাওয়া সম্ভাব্য প্লেয়ারদের তালিকায় প্রথমেই নাম আসে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়া 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ার। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার জার্সি গায়ে ব্যর্থ হলেও এই তারকা প্লেয়ারকে অল্প দামে ট্রেড করাতে পারে SRH অথবা রাজস্থান রয়্যালস। মনে করা হচ্ছে এই দুই দল তাদের মিডল অর্ডারের জন্য আইয়ারকে ট্রাম্প কার্ড বানাতে চাইবে। এরপরই তালিকার দ্বিতীয় স্থানে নাম আসে চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়া রাচিন রবীন্দ্রর। খুব সম্ভবত এই ভারতীয় ক্রিকেটারকে কিনতে এগিয়ে আসতে পারে KKR। এছাড়াও ধোনির দলের প্রাক্তন ক্রিকেটারকে কিনতে এগিয়ে আসতে পারে দিল্লি ক্যাপিটালসও।
অবশ্যই পড়ুন: ৭ ম্যাচ ইডেনে, ভারত-পাকিস্তান খেলা শ্রীলঙ্কায়! প্রকাশ্যে T20 বিশ্বকাপের সূচি
এরপরই তালিকায় নাম আসে KKR এর প্রাক্তন তারকা আন্দ্রে রাসেলের। 11 বছর পর প্রথমবারের মতো এই ক্যারিবিয়ান স্টারকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। যা নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছে সমালোচক মহল। তবে মনে করা হচ্ছে, আসন্ন নিলামে নামতে নাও হতে পারে এই প্লেয়ারকে। রিপোর্ট অনুযায়ী, নিলামের আগেই রাসেলকে দলে টেনে নিতে পারে চেন্নাই সুপার কিংস। আন্দ্রেকে ধোনির সাথে ফিনিশার পজিশনে খেলানোর জন্য কিনতে পারে CSK। 4 প্লেয়ারের তালিকায় নাম রয়েছে রাজস্থান রয়্যালস থেকে প্রকার বিতারিত 5.25 কোটির লঙ্কান তারকা ওয়ানিদু হাসারাঙ্গা। মাই খেলের রিপোর্ট বলছে সুযোগ বুঝে এই বোলারকে নিজেদের দলে টেনে নিতে পারে KKR।