বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের (IPL 2026 Auction) জন্য জমা পড়েছিল 1400 জন ক্রিকেটারের নাম। তবে এত জনকে তো আর নিলামে রাখা যায় না। তাই যোগ্যতার ভিত্তিতে কাটছাঁট করে 1005 জনের নাম বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে দেশি-বিদেশি মিলিয়ে 350 জন প্লেয়ারের তালিকা চূড়ান্ত হয়। সম্প্রতি পাওয়া একটি রিপোর্ট অনুযায়ী, তাতে নাকি আরও 9 জনের নাম নতুন করে যুক্ত হয়েছে। আর এই গোটা তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মোট 7 জন পরিচিত ক্রিকেটার।
বাংলাদেশ থেকে IPL 2026 নিলামে নামছেন 7 প্লেয়ার
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে স্বীকৃত IPL 2026 মিনি নিলামের চূড়ান্ত প্লেয়ার তালিকায় নাম তুলে ফেলেছেন বাংলাদেশের 7 জন দাপুটে ক্রিকেটার। আপাতত যা খবর, ওই তালিকায় নাম রয়েছে বাংলাদেশের অতি পরিচিত ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের (বড় নাম)। এরপরই একে একে তালিকায় জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তানজিম হাসান, রাকিবুল হাসান এবং শরিফুল ইসলাম।
তবে দুঃখের বিষয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু পুরনো ক্রিকেটার হওয়া সত্বেও প্রাথমিক তালিকায় জায়গা পেলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন সৈনিক ওপার বাংলার তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বলাই বাহুল্য, আসন্ন মিনি নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে 45 জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ 2 কোটি টাকা। সেই তালিকা চূড়ান্ত হওয়ার পর সর্বোচ্চ ভিত্তিমূল্য বা বেস প্রাইস প্লেয়ারদের তালিকা 40 এ নেমে এসেছে। আর সেই তালিকাতেই নাকি নাম রয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুরের।
অবশ্যই পড়ুন: “ওর প্রচন্ড অ্যাটিটিউড’, কেন ছাড়া হল ভেঙ্কটেশকে? মুখ খুললেন KKR-র হেড কোচ অভিষেক
উল্লেখ্য, সব ঠিক থাকলে, আগামী 16 ডিসেম্বর ভারতীয় সময় দুপুর আড়াইটা নাগাদ আবুধাবিতে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। আর সেখানেই একে অপরের সাথে দরকষাকষি করে দক্ষ প্লেয়ারদের কিনে নেবে IPL দলগুলি। বলাই বাহুল্য, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে দশ ফ্রাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।