IPL 2026-র আগে গরম খবর! KKR এ আসতে পারেন এই তারকা উইকেট কিপার-ব্যাটসম্যান

KKR Target Wicket-Keeper batsman for IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 16 ডিসেম্বর আবুধাবিতে গড়াবে IPL 2026 এর মিনি নিলাম। আর তার আগেই শেষ পর্বের প্রস্তুতি সারছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি। সেই তালিকায় কিছুটা এগিয়ে থেকেই নিলামের প্রস্তুতি নিচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এবছর সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামলেও বিকল্প উইকেট কিপার থেকে শুরু করে ভাল মাপের পেসার সহ একজন ওপেনার এমনকি দক্ষ ফিনিশারও খুঁজতে হবে তাঁদের। এমতাবস্থায় নিলামের ঠিক প্রাক্কালে শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের এক তারকা উইকেট কিপার ব্যাটসম্যানকে কেনার জন্য একপ্রকার মুখিয়ে রয়েছে KKR (KKR Target Wicket-Keeper)।

KKR এ আসতে পারেন এই তারকা উইকেট কিপার ব্যাটসম্যান

গত 15 নভেম্বর নিয়ম মেনে রিটেনশন তালিকা প্রকাশের পাশাপাশি 10 জন প্রতিভাবান প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা। সবচেয়ে অবাক করা বিষয়, কুইন্টন ডি কক থেকে শুরু করে রহমানউল্লাহ গুরবাজ এমনকি লুভনিথ সিসোদিয়াকেও ছেড়ে দিয়েছে KKR। কাজেই, সমস্ত উইকেট কিপার ছেড়ে দেওয়ায় এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন দু একজন দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যান। নিলাম টেবিল থেকে সেই লক্ষ্যই আগে পূরণ করবে শহরের এই দল।

Zee নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের ভাগ্য বদলাতে 16 ডিসেম্বরের মিনি নিলাম থেকে নিউজিল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান টিম সেইফার্টকে কিনে নিতে পারে বেগুনি সোনালী ম্যানেজমেন্ট। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন এই কিউই তারকা। শুধু তাই নয়, কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়েও খেলেছেন এই নিউজিল্যান্ড তারকা।

অবশ্যই পড়ুন: ১৪০০% বেতন বেড়েছে KKR-র এই ক্রিকেটারের

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় 2021 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে জায়গা পেয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান সেইফার্ট। যদিও পরবর্তী সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন তিনি। IPL ইতিহাসে বেঙ্গালুরু সহ এই দুই দলেই খেলেছেন এই কিউই ক্রিকেটার। 2021 এ কলকাতার জন্য মাত্র একটি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল এই প্লেয়ারের। তবে মনে করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে KKR যদি তাঁকে কিনে নেয় সেক্ষেত্রে নাইটদের উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য অন্যতম ভরসার কাঁধ হয়ে উঠতে পারেন তিনি।

Leave a Comment