সহেলি মিত্র, কলকাতাঃ পরীক্ষার্থীদের জন্য রইল দারুণ এক সুখবর। সবকিছু ঠিকঠাক চললে আপনিও এবার IPS, IAS অফিসার হতে পারবেন এই বাংলাতে বসেই। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে আরও একটা প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই কেন্দ্র চালু হলে লাভবান হবেন সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দুর্গাপুরে প্রশিক্ষণ কেন্দ্র খোলার ভাবনা রাজ্যের
IAS, IPS-সহ সিভিল সার্ভিস করতে যারা আগ্রহী তাঁদের কথা মাথায় রেখে এবার দুর্গাপুরে (Durgapur) প্রশিক্ষণ কেন্দ্র চালু হতে পারে বলে খবর। এমনিতেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কয়েক বছর আগে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার চালু হয়েছে। এখানে পরীক্ষার্থীরা অফলাইনে প্রিলিমস্, মেনস এবং একাধিক মক টেস্টের প্রস্তুতি নিতে পারেন। নানা রকম কোর্স করানো হয় এখানে। এবার এরকমই আরও একটু আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে চাইছে বাংলার সরকার বলে খবর।
এখন নিশ্চয়ই ভাবছেন যে কোথায় এই কেন্দ্র হতে পারে? কানাঘুষো শোনা যাচ্ছে, বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএএমসি কারখানার টাউনশিপে অবস্থিত গেস্ট হাউসে এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হলেও হতে পারে। ইতিমধ্যে শুক্রবার দুপুরে এই গেস্ট হাউস পরিদর্শন করেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ এবং রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়া তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নাবলম, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত-সহ অনান্য আধিকারিকরা।
এই প্রশিক্ষণ কেন্দ্র প্রসঙ্গে এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত বলেন, ‘অনেক সংস্থা এসেছিল গেস্ট হাউস লিজে নেওয়ার জন্য। আমরা দিইনি। এই জায়গা নিয়ে বড় পরিকল্পনা রয়েছে।’ অপরদিকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘বিষয়টি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। অনেক অনুমতি এবং ছাড়পত্রের প্রয়োজন। সমস্ত অনুমতি ও ছাড়পত্র পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সেখানে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।’