বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট এখনও পুরোপুরি কাটেনি। এহেন আবহে, সুপার কাপের দিনক্ষণ ঘোষণা করে দিল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF Announced Super Cup Date)। গতকাল অর্থাৎ শনিবার রাতে পরিবর্তিত পরিস্থিতিতে ফেডারেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল বৈঠকে আগামী অক্টোবরে সুপার কাপ আয়োজনের প্রস্তাব রাখা হয়েছিল। রবিবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিয়ে দিল AIFF।
ভারতীয় ফুটবল ফেডারেশনের এক বিবৃতি অনুযায়ী, আগামী 25 অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপের যাত্রা। চলবে আগামী 22 নভেম্বর পর্যন্ত। তবে সুপার কাপ কোথায় আয়োজিত হবে, সেই প্রশ্নের উত্তর দেয়নি AIFF।
সুপার কাপ নিয়ে যা জানা যাচ্ছে…
আপাতত যা খবর, এবছর সুপার কাপে অংশ নেবে মোট 16টি দল। দলগুলিকে মোট চারটি জোনে ভাগ করা হবে। জানা যাচ্ছে, চারটি বিভাগের মধ্যে যেই দলগুলি শীর্ষে থাকবে তাদের নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। কয়েক মাস আগেই ক্লাবগুলির সাথে বৈঠকে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, ইন্ডিয়ান সুপার লিগের আগেই আয়োজিত হবে সুপার কাপ। শেষ পর্যন্ত তেমনটাই হচ্ছে।
অবশ্যই পড়ুন: ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ, ভারতের ম্যাচ কবে কবে? রইল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি
রবিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, গোটা নির্বাচন প্রক্রিয়া দেখভালের জন্য তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির সভাপতিত্ব করবেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় এল নাগেশ্বর রাও, এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট ও কম্প্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরন মুরুগাসু এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই সুপার কাপের জন্য ক্লাবগুলিকে চিঠি পাঠানোর কাজ শুরু করবে ফেডারেশন। এদিকে জানা যাচ্ছে, সুপার কাপের তারিখ ঘোষণা হওয়ায় প্রত্যেকটি ক্লাব এবার প্রাক মরসুম অনুশীলন শুরু করে দিতে পারবে।
🚨#IndianFootball ⚽ pic.twitter.com/a3jdc89Tp8
— Indian Football Team (@IndianFootball) September 7, 2025