ISL এর আগেই শক্তি বাড়ল ইস্টবেঙ্গলের! লাল হলুদে জাপানি তারকা হিরোশি ইবুসুকি

Hiroshi Ibusuki In East Bengal Before ISL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদায় নিয়েছেন ডুরান্ড ডার্বির নায়ক দিমিত্রিয়স দিয়ামনতাকোস। তাই ইন্ডিয়ান সুপার লিগের আগেই নিজেদের শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। বুধবার, আনুষ্ঠানিকভাবে লাল হলুদের তরফে জানানো হল, জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে সই করানো হয়েছে (Hiroshi Ibusuki In East Bengal)। তাঁকে চলতি মরসুমেই দলে নেওয়া হবে। শেষবারের মতো, ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন হিরোশি। এবার খেলবেন কলকাতা ময়দানের এই প্রধানে।

জাপানি ফুটবলারকে নিয়ে আত্মবিশ্বাসী লাল হলুদ

লাল হলুদ শিবিরে যোগ দিচ্ছেন জাপানের দাপুটে ফুটবলার ইবুসুকি। এ প্রসঙ্গে মুখ খুলে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো জানালেন, বিশ্বের প্রথম সারির লিগে গোল করেছেন ইবুসুকি। তাঁর এই গোল করার খিদে আমাদের দলকে খুবই সাহায্য করবে। সিংটোর পাশাপাশি জাপানি তারকার প্রশংসা করেছেন লাল হলুদের স্প্যানিশ কোচও। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল শিবিরে জায়গা পাকা করেই লাল হলুদের প্রশংসায় সরব হয়ে জাপানি ফুটবলার বলে দিলেন, পূর্বসূরীদের মতো তিনিও ইস্টবেঙ্গলে সফল হতে চান। কিছু করে দেখাতে চান!

হিরোশিকে নিয়ে কিছু কথা…

2009 সালে প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাবে খেলেছিলেন ইস্টবেঙ্গলে যোগ দেওয়া জাপানি তারকা। এরপর 2011 সালে লা লিগার ক্লাব সেভিয়া এফসির অংশ হন হিরোশি। সেখানেও দীর্ঘদিন নিজের দক্ষতা দেখিয়েছেন এই জাপানি। পরবর্তীতে স্প্যানিশ ক্লাবের হয়েও মাঠে নেমেছিলেন ইবুসুকি। খেলেছেন দেশের একাধিক ক্লাবে। তবে শেষবারের মতো 2022 সালে অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলে যোগদান তিনি। খেলেন অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন এর হয়ে। সেখানেই নিজেকে মেলে ধরার পর এবার আসছেন কলকাতার বটবৃক্ষের ছায়ায়। তবে লাল হলুদ জার্সি গায়ে হিরোশি নিজেকে কতটা মেলে ধরতে পারবেন, তা জানা যাবে সময়ের সাথে সাথে। বলা বাহুল্য, সব মিলিয়ে এখনও পর্যন্ত 110টি গোল করেছেন ইবুসিকি।

Hiroshi Ibusuki In East Bengal Before ISL

অবশ্যই পড়ুন: ভারতের পড়শিকে হাত করাই কি লক্ষ্য? শ্রীলঙ্কাকে ফের হাজার হাজর কোটি টাকার ঋণ দিচ্ছে চিন

উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই একের পর এক নতুন বিদেশিকে সই করিয়ে চমক দিয়েছে ইস্টবেঙ্গল। নতুন প্লেয়ার যোগ দেওয়ায় মশাল শিবির যে শক্তিশালী হয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছিল ডুরান্ড কাপেই। প্রধান কোচ অস্কারও বিশ্বাস করেন পরিশ্রমের কোনও বিকল্প নেই। তাই নতুনভাবে দল গুছিয়ে ISL এর আগে নিজেদের সার্বিকভাবে প্রস্তুত করতে চাইছেন তিনি। সেই আবহে জাপানি তারকার লাল হলুদে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Leave a Comment