ISL নিয়ে অনিশ্চয়তা, দুঃসময়ের মাঝেই খুশির খবর! FIFA র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগলো ভারত

Indian women’s football team moves up 7 places in FIFA ranking

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে একের পর এক আসরে হয় হেরে না হয় ড্র করে FIFA র‍্যাঙ্কিংয়ে ক্রমশ পিছিয়ে এসেছে ভারতীয় ফুটবল দল। হাড় ভাঙা খাটুনির পরও কাজের কাজ করে দেখাতে পারেননি সুনীল ছেত্রীরা।

একদিকে ভারতীয় ফুটবল দলের ধারাবাহিক ব্যর্থতা, অন্যদিকে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ ISL নিয়ে ঘোর অনিশ্চয়তা! সব মিলিয়ে, ভারতীয় ফুটবল যখন গাড্ডায়, ঠিক সেই আবহে ডুবতে থাকা সম্মান বাঁচালেন দেশের মেয়েরা। হ্যাঁ, ছেত্রী, কোলাসোদের ব্যর্থতার মাঝে নতুন করে বাঁচার আলো দেখাল ভারতের মহিলা ফুটবল দল।

আসলে, গ্রুপ পর্বের মগডালে থেকে AFC এশিয়ান কাপে জায়গা করে নিয়েছিল ভারতের মেয়েরা। এবার তারই ফল এলো হাতে হাতে। ভারতীয় ফুটবল দলের নারী বাহিনীর দাপুটে পারফরমেন্সের জের, FIFA র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় সাত ধাপ লাফালো ভারতীয় মহিলা ফুটবল দল। 7টি ধাপ অতিক্রম করে বর্তমানে 63 নম্বরে জায়গা হয়েছে জাতীয় দলের।

এশিয়ান কাপের আগেই সম্মান বাঁচিয়েছে ভারতের মেয়েরা

এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলিতে প্রতিপক্ষকে জব্দ করে মূল আসরে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা দল। বলা বাহুল্য, এর আগে গ্রুপ পর্বে প্রায় বেশিরভাগ ম্যাচই জয় পেয়েছে ভারত। একদিকে মঙ্গোলিয়াকে 13-0 ব্যবধানে হারিয়ে জাত চিনিয়েছে ভারত।

অন্যদিকে ইরাকের বিরুদ্ধেও 5-0 গোলে এগিয়ে থেকেই ক্ষমতা জাহির করেছে ভারতীয় নারী বাহিনী। শুধু তাই নয় টিমর লেস্তে ও শেষে থাইল্যান্ডকে হারিয়ে FIFA র‍্যাঙ্কিংয়ে ঝাঁপ দিয়েছে ভারত। আসলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষ থাইল্যান্ডকে 2-1 ব্যবধানে পরাস্ত করে সাত ধাপ এগিয়ে যায় মহিলাদের ফুটবল দল।

 

 

View this post on Instagram

 

A post shared by Indian Football (@indianfootball)

অবশ্যই পড়ুন: বিদেশে গিয়ে ধর্ষণ! ব্রিটেনে গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি, পদক্ষেপ PCB-র

উল্লেখ্য, চলতি মাসে FIFA র‍্যাঙ্কিংয়ে উন্নীত হওয়ার আগে 2023 সালের 21 আগস্ট, এভাবেই দাপট দেখিয়ে র‍্যাঙ্কিং তালিকার 61 নম্বরে উঠে এসেছিল ভারতীয় মহিলা দল। তবে মেয়েদের সাফল্যের মাঝে উজ্জ্বল হয়ে আসছে পুরুষদের ব্যর্থতা।

Leave a Comment