বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আশার আলো দেখালো সুপ্রিম কোর্ট। 11 ক্লাবের অর্জির ভিত্তিতে দেশের শীর্ষ আদালতের কাছে ISL সংক্রান্ত অচলাবস্থা কাটাতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল ফেডারেশন।
সেই মতোই আজ অর্থাৎ শুক্রবার, শীর্ষ আদালতের দুই বিচারপতি শ্রী পিএস নরসীমা এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, দেশের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে অচল অবস্থা দূর করতে ফেডারেশন এবং FSDL আলোচনায় বসতে পারে। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা বের করারও পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
ISL নিয়ে অচলাবস্থা কাটাতে ফেডারেশনকে চিঠি দিয়েছিল ক্লাবগুলি
দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL স্থগিত রয়েছে দীর্ঘদিন। আর তার মাঝে নতুন ফুটবলার সই করিয়ে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল না ক্লাবগুলি। মূলত সে কারণেই, ইন্ডিয়ান সুপার লিগের অচলাবস্থা কাটাতে ফেডারেশনকে চিঠি দিয়েছিল 11টি ক্লাব। ওই চিঠিতে ফেডারেশন সভাপতির কাছে ক্লাবগুলির অনুরোধ ছিল, ইন্ডিয়ান সুপার লিগের স্থগিতদশা কাটাতে ফেডারেশন যেন সুপ্রিম কোর্টকে দ্রুত শুনানির আর্জি জানায়।
সেই মতোই, ক্লাবগুলির তরফে অনুরোধ পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল AIFF। এরপর ফেডারেশনের অনুরোধে গত 18 আগস্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ISL নিয়ে সমস্যা সমাধানের জন্য 22 আগস্ট শুনানি হবে। সেই মতোই আজ শীর্ষ আদালতের দুই বিচারপতি নরসীমা ও বাগচির বেঞ্চ ISL নিয়ে অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং FSDL অর্থাৎ দুপক্ষকে আলোচনায় বসার অনুমতি দিল।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপে জায়গা হয়নি তো কী, এই ট্রফিতে খেলতেই হবে রাহুল, সিরাজদের! জোরাজুরি বোর্ডের
তাহলে কি ISL নিয়ে যাবতীয় সমস্যায় ইতি?
ISL ক্লাবগুলির আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরিসীমা ও বিচারপতি অতুল চন্দুরকরের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন। সেবার সুপ্রিম কোর্ট জানায়, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়াবিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এরপরই শুক্রবার শুনানির পর ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সমাধান সূত্র বাতলে দিল সুপ্রিম কোর্ট।
আসলে শীর্ষ আদালত যেহেতু FSDL ও ফেডারেশনকে আলোচনায় বসার রাস্তা খুলে দিয়েছে, ফলে মনে করা হচ্ছে, এবার হয়তো ইন্ডিয়ান সুপার লিগের নতুন মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়ে যেতে পারে। আর তা একবার হয়ে গেলে ISL সংক্রান্ত যাবতীয় অচলাবস্থা কেটে যাবে বলেই আশা করা যায়। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 28 আগস্ট।