বিক্রম ব্যানার্জী, কলকাতা: IFA শিল্ড ফাইনালে মোহনবাগানের কাছে ডার্বি হারের পরই ইস্টবেঙ্গলের (East Bengal FC) গোলকিপার কোচের আসন থেকে পদত্যাগ করেন সন্দীপ নন্দী। যদিও লাল হলুদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর পরই নৌশাদ মুসার অনূর্ধ্ব 23 জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। তবে সন্দীপ নতুন দায়িত্ব পেলেও ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের আসন ফাঁকাই ছিল এতদিন। এবার সেই শূন্যস্থান ভরাট হতে চলেছে। জানা যাচ্ছে, নতুন গোলকিপার কোচ হিসেবে মশাল শিবিরে যুক্ত হচ্ছেন এক ভারতীয়।
ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হচ্ছেন ইনি
ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কেটেছে ইতিমধ্যেই। এখন শেষ পর্যন্ত সমস্ত ক্লাবকে রাজি করিয়ে পাকাপাকিভাবে ISL শুরু হলেই হয়। এদিকে দেশের সর্বোচ্চ ফুটবল লিগকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন লাল হলুদের ফুটবলারেরা। অনুশীলন করছেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল, দেবজিৎ মজুমদারেরা। তবে তাঁদের সঠিক পথে চালনা করার জন্য যাঁর প্রয়োজন ছিল সেই গোলকিপার কোচের আসনে নতুন মুখকে বসালো ইস্টবেঙ্গল।
বর্তমান পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী, ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হতে চলেছেন ফেলিক্স ডিসুজা। হ্যাঁ, এই ভারতীয় ফুটবলারকেই এবার নিজেদের গোলরক্ষক শিক্ষক হিসেবে নিয়োগ করবে মশাল ব্রিগেড। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই পাকাপাকিভাবে ইস্টবেঙ্গল শিবিরে ঢুকে পড়বেন ফেলিক্স। সব মিলিয়ে বলাই যায়, প্রধান কোচ অস্কার ব্রুজোর সাথে মনোমালিন্য নিয়ে দল ত্যাগ করা সন্দীপের জায়গায় নতুন কাউকে অবশেষে বসাতে চলেছে ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: নিজের প্রাক্তন স্বামীকে ‘বেকার’ তকমা দিলেন বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, তারপর যা হল…
উল্লেখ্য, বছর 45 এর ফেলিক্স ডিসুজা ভারতীয় ফুটবলের DNA বোঝেন। নিজের দীর্ঘ কেরিয়ারে একাধিক দলের হয়ে দায়িত্ব সম্মেলন তিনি। এ ছাড়াও নিজের ফুটবল কেরিয়ারে, ফেলিক্স এর আগে জনপ্রিয় দল চার্চিল ব্রাদার্স, স্পোটিং ক্লুব দ্য গোয়া, এমনকি সালগাওকরের মতো একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। তিনিই এবার জায়গা করতে চলেছেন কলকাতার বটবৃক্ষের ছত্রছায়ায়।