বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়াতে এবং নিজেদের একবার পরখ করে নিতে প্র্যাকটিস ম্যাচ খেলতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল (East Bengal FC) কোচ অস্কার ব্রুজো। যেমন ভাবা তেমন কাজ। মঙ্গলবার, বাংলার সন্তোষ ট্রফিজয়ী দলের বিরুদ্ধে একেবারে একরোখা আক্রমণ চালিয়ে স্বার্থসিদ্ধি করল লাল হলুদ। এদিন প্রস্তুতি ম্যাচেই নিজেদের মশালের তেজ বাড়িয়ে প্রতিপক্ষকে একেবারে কোণঠাসা করে দিয়েছিল শহরের ঐতিহ্যবাহী দল। তাতে শেষ পর্যন্ত 4-0 গোলে হারতে হল সঞ্জয় সেন বাহিনীকে।
ঝকঝকে ফুটবল দেখিয়ে প্র্যাকটিস ম্যাচ পকেটে নিল ইস্টবেঙ্গল
মঙ্গলবার বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। বিপরীত পক্ষের দুর্গে ক্রমাগত আঘাত হেনে নিজেদের জায়গা খুঁজে নিচ্ছিলেন লাল হলুদ প্লেয়াররা। আর সেই সূত্র ধরেই ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই গোল করে ব্যবধান বাড়ান ডেভিড। তাতে আত্মবিশ্বাস পায় ইস্টবেঙ্গলের বাকিরা। সেখান থেকেই শুরু হয় ঠানা আক্রমণ। ম্যাচের প্রথম 45 মিনিটে ইস্টবেঙ্গলের প্রথম গোল শোধ করতে পারেনি বাংলা দল।
খেলা যখন দ্বিতীয়ার্ধে গড়াল নিজেদের মশালের তেজ বাড়িয়ে প্রতিপক্ষকে ঝলসে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গেল ইস্টবেঙ্গলের ছেলেরা। তাতে এল সাফল্যও। এদিন ডেভিডের প্রথম গোলের পর দ্বিতীয়ার্ধে একে একে পিভি বিষ্ণু, নাওরেম মহেশ সিং এবং এডমুন্ড লালরিন্দিকা তিন তারকা ফুটবলারের পা থেকেই গোল উপহার পেয়েছিল ইস্টবেঙ্গল। তাতে প্রতিপক্ষ দলের অবস্থা একেবারে কেঁদে গড়াগড়ি খাওয়ার মতই।
অবশ্যই পড়ুন: পড়া বুঝতেন শুনে শুনে, UPSC ক্র্যাক করে হন দেশের প্রথম ১০০% দৃষ্টি প্রতিবন্ধী IFS
লাল হলুদের ক্রমাগত আক্রমণের সামনে সঞ্জয় সেনের বাংলা দল যে রুখে দাঁড়ায়নি তেমনটা একেবারেই নয়। বরং নিজেদের দুর্গ রক্ষা করে ইস্টবেঙ্গলের জাল গলে ভরে দেওয়ার চেষ্টা করে গিয়েছে তারা। তবে সেই চেষ্টায় সাফল্যের টিকিটুকুও ছুঁয়ে দেখতে পারেনি বাংলার ছেলেরা। উল্টে বিদেশিদের কাছে গোলের বড় গোল খেয়ে আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছিল তাঁদের। ক্রীড়া মহলের অনেকেই বলছেন, লাল হলুদের আক্রমণ দেখে সেখানেই ম্যাচ হেরে গিয়েছিল সঞ্জয়ের ছেলেরা। এদিকে ISL শুরুর আগে ইস্টবেঙ্গল ফুটবলারদের দাপুটে পারফরমেন্স নিয়ে খুশি লাল হলুদ কোচ অস্কার।