JEE, NEET-র ট্রেনিংয়ের সাথে মাসে মিলবে স্টাইপেন্ড! দারুণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

West Bengal Yogyashree Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ এবং প্রকল্প চালু করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। আর ঠিক তেমনই একটি প্রকল্প হল যোগ্যশ্রী প্রকল্প (West Bengal Yogyashree Scheme)। হ্যাঁ, প্রবেশিকা পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতির সুযোগ পাওয়া যায় এই প্রকল্পের আওতায় এবং প্রতি মাসে ৩০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হয়। কিন্তু কারা এখানে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

কী এই যোগ্যশ্রী প্রকল্প?

জানিয়ে রাখি, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছিল। ২০২৫ সালে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পাঠরত পড়ুয়া যারা মূলত ২০২৭ সালের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যেমন জেইই, ডব্লিউবিজেইই, NEET ইত্যাদিতে বসতে চলেছে, তাদেরকে এই প্রকল্পে সুবিধা দেওয়া হবে। রাজ্যের সমস্ত জেলাতেই বিভিন্ন জেলাস্তরের সরকারি স্কুলগুলিতে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এমনকি এখানে পরীক্ষার ট্রেনিং দেওয়ার সাথে সাথে প্রতি মাসে ৩০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবে?

যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হয়। প্রথমত, শুধুমাত্র একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা এখানে আবেদন করতে পারবে। দ্বিতীয়ত, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে। তৃতীয়ত, মাধ্যমিকে কাস্ট অনুযায়ী নির্দিষ্ট নম্বর নিয়ে পাস করতে হবে। সেক্ষেত্রে জেনারেল প্রার্থীদের ৭০%, ওবিসি প্রার্থীদের ৬৫%, এসসি-দের ৬০% এবং এসটি প্রার্থীদের ৫০% নম্বর থাকতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যোগ্যশ্রী প্রকল্পে অনলাইন এবং অফলাইন দু’ভাবে আবেদন করা যায়। অফলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের নিজস্ব জেলার যোগ্যশ্রী প্রশিক্ষণ কেন্দ্র থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তারপর সেখানে সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করা জমা দিতে হবে।

তবে যদি অনলাইনে আবেদন করতে চান, তাহলে https://wbbcdev.webstep.in/ ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেক্ষেত্র সমস্ত ব্যক্তিগত এবং একাডেমিক তথ্য দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

আরও পড়ুন: তিন দিনেই ১০০ কোটির ক্লাব, কত আয় করল রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’?

তবে জানিয়ে রাখি, যোগ্যশ্রী প্রকল্পে ২০২৭ সালের জন্য যারা আবেদন করতে চাইছে, তারা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্তই সময় পাবে। কারণ, এই প্রকল্পে আবেদনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর। তার পরে আর আবেদন গ্রহণ করা হবে না।

Leave a Comment