সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের টেলিকম জগতে প্রতিযোগিতা লেগেই রয়েছে। তবে এবার এয়ারটেল নাকি জিওকে কপি করছে! হ্যাঁ, জিওর 399 টাকা জনপ্রিয় প্ল্যানকে টক্কর দিতে এবার মাঠে নামল এয়ারটেল (Airtel Plan)। সংস্থাটি এবার নতুন একটি প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যার দাম মাত্র 399 টাকা।
তবে সবথেকে অবাক করার বিষয় হল, এই প্ল্যানের বেনিফিট এক্কেবারে জিওর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কারণ এই প্ল্যানেও মিলছে 2.5GB ডেটা, আনলিমিটেড 5G ইন্টারনেট, JioHotstar সাবস্ক্রিপশন, এমনকি 17 হাজার টাকার AI অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে।
এয়ারটেলের 399 টাকার প্ল্যানে কী কী সুবিধা মিলবে?
এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.5GB করে ডেটা অর্থাৎ 28 দিনের জন্য 70GB ডেটা পাবে। এর পাশাপাশি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, দৈনিক 100টি করে SMS, এক মাসের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রক্রিপশন এবং হ্যালো টিউনস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। আর এই প্ল্যানের সবথেকে বড় চমক, Perplexity Pro AI-র ফ্রি অ্যাক্সেস, যার বাজার মূল্য প্রায় 17 হাজার টাকা।
পুরনো 399 টাকার প্ল্যানে কী সুবিধা ছিল?
প্রসঙ্গত জানিয়ে রাখি, এয়ারটেল এর আগেও 399 টাকার একটি প্রিপেইড প্ল্যান চালু করেছিল। আর সেই প্ল্যানে ডেটা এবং ভ্যালিডিটি একই ছিল। অর্থাৎ, প্রতিদিন 2.5GB করে ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি মিলত। তবে তখন OTT হিসেবে শুধুমাত্র Amazon Prime Video Mobile Edition-এর সাবস্ক্রিপশন দেওয়া হত, 5G ডেটার সুবিধা দেওয়া হত না। আর এই নতুন প্ল্যান OTT সাবস্ক্রিপশন পরিবর্তন করা হয়েছে, সঙ্গে আনলিমিটেড 5G ডেটা এবং প্রিমিয়াম AI টুল দেওয়া হচ্ছে।
জিওর 399 টাকার প্ল্যানে কী দেওয়া হচ্ছে?
এখন প্রশ্ন হচ্ছে, এয়ারটেল কি তাহলে সত্যিই জিওকে কপি করল? আসলে জিওর 399 টাকার প্ল্যানে আগে থেকেই ছিল দৈনিক 2.5GB ডেটা, আনলিমিটেড কলিং-এর সুবিধা, প্রতিদিন 100টি করে SMS, JioHotstar-এর সাবস্ক্রিপশন, আনলিমিটেড 5G ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি। সুবিধার দিক থেকে এয়ারটেল আর জিওর প্ল্যান দুটি প্রায় একইরকম। তবে Perplexity Pro AI-র অ্যাক্সেস দিয়ে এয়ারটেল যে একধাপ এগিয়ে থাকছে, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ UPI থেকে LPG, ব্যাঙ্কিং নিয়ম! ১ আগস্ট থেকে বদলে গেল একগুচ্ছ নিয়ম
প্রসঙ্গত, 2024 সালের মাঝামাঝি সময়ে এসে এয়ারটেল এবং অন্যান্য টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিল। আর সে সময় এয়ারটেল তাদের 399 টাকার পুরনো প্ল্যানের দামও বাড়িয়ে দেয়। তবে এবার সেই একই দামে নতুন অফার এনে কম দামে বেশি সুবিধা দিয়ে গ্রাহকদের টানার চেষ্টা করছে এয়ারটেল। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।